ফ্যাক্টচেক ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং পাশে মাটিতে কয়েকটি পাখি পড়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা কার্যক্রমের ছবি এটি। আরও দাবি করা হয়, এই গাছ কাটার ফলে এক জোড়া সারস পাখির বাসা ধ্বংস হয়ে গেছে এবং দুটি সারস-ছানা মারা গেছে।
পোস্টগুলোর কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা নানা তির্যক মন্তব্য করছেন।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৩ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
তবে তারও আগে, ২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার করে একটি বই প্রকাশিত হয়। মাথরুভূমি বুকস থেকে প্রকাশিত বইটি লিখেছেন জি নির্মালা। বইটির কেরালা বুক স্টোরের লিংক দেখুন এখানে।
২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডটব্লগস্পট ডটকমে ছবিটি পাওয়া যায়।
ছবিটি ২০১৯ সালে একটি বাংলা ব্লগেও পাওয়া গেছে। সোনেলা ব্লগ নামের সাইটটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল ২০১৯ সালে। দেখুন এখানে।
অর্থাৎ পুরনো একটি ছবিকে সাম্প্রতিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনার ছবি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং পাশে মাটিতে কয়েকটি পাখি পড়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা কার্যক্রমের ছবি এটি। আরও দাবি করা হয়, এই গাছ কাটার ফলে এক জোড়া সারস পাখির বাসা ধ্বংস হয়ে গেছে এবং দুটি সারস-ছানা মারা গেছে।
পোস্টগুলোর কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা নানা তির্যক মন্তব্য করছেন।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৩ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
তবে তারও আগে, ২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার করে একটি বই প্রকাশিত হয়। মাথরুভূমি বুকস থেকে প্রকাশিত বইটি লিখেছেন জি নির্মালা। বইটির কেরালা বুক স্টোরের লিংক দেখুন এখানে।
২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডটব্লগস্পট ডটকমে ছবিটি পাওয়া যায়।
ছবিটি ২০১৯ সালে একটি বাংলা ব্লগেও পাওয়া গেছে। সোনেলা ব্লগ নামের সাইটটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল ২০১৯ সালে। দেখুন এখানে।
অর্থাৎ পুরনো একটি ছবিকে সাম্প্রতিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনার ছবি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৫ দিন আগে