ফ্যাক্টচেক ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং পাশে মাটিতে কয়েকটি পাখি পড়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা কার্যক্রমের ছবি এটি। আরও দাবি করা হয়, এই গাছ কাটার ফলে এক জোড়া সারস পাখির বাসা ধ্বংস হয়ে গেছে এবং দুটি সারস-ছানা মারা গেছে।
পোস্টগুলোর কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা নানা তির্যক মন্তব্য করছেন।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৩ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
তবে তারও আগে, ২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার করে একটি বই প্রকাশিত হয়। মাথরুভূমি বুকস থেকে প্রকাশিত বইটি লিখেছেন জি নির্মালা। বইটির কেরালা বুক স্টোরের লিংক দেখুন এখানে।
২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডটব্লগস্পট ডটকমে ছবিটি পাওয়া যায়।
ছবিটি ২০১৯ সালে একটি বাংলা ব্লগেও পাওয়া গেছে। সোনেলা ব্লগ নামের সাইটটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল ২০১৯ সালে। দেখুন এখানে।
অর্থাৎ পুরনো একটি ছবিকে সাম্প্রতিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনার ছবি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং পাশে মাটিতে কয়েকটি পাখি পড়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা কার্যক্রমের ছবি এটি। আরও দাবি করা হয়, এই গাছ কাটার ফলে এক জোড়া সারস পাখির বাসা ধ্বংস হয়ে গেছে এবং দুটি সারস-ছানা মারা গেছে।
পোস্টগুলোর কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীরা নানা তির্যক মন্তব্য করছেন।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ছবিটি ২০১৩ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
তবে তারও আগে, ২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসাবে ব্যবহার করে একটি বই প্রকাশিত হয়। মাথরুভূমি বুকস থেকে প্রকাশিত বইটি লিখেছেন জি নির্মালা। বইটির কেরালা বুক স্টোরের লিংক দেখুন এখানে।
২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডটব্লগস্পট ডটকমে ছবিটি পাওয়া যায়।
ছবিটি ২০১৯ সালে একটি বাংলা ব্লগেও পাওয়া গেছে। সোনেলা ব্লগ নামের সাইটটিতে ছবিটি পোস্ট করা হয়েছিল ২০১৯ সালে। দেখুন এখানে।
অর্থাৎ পুরনো একটি ছবিকে সাম্প্রতিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার ঘটনার ছবি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
২ দিন আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৪ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৫ দিন আগে