Ajker Patrika

ভিডিওটি কি ফিলিস্তিনের ইসরায়েলের বিমান ধ্বংসের?

ফ্যাক্টচেক ডেস্ক
ভিডিওটি কি ফিলিস্তিনের ইসরায়েলের বিমান ধ্বংসের?

চলমান হামাস–ইসরায়েল সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সাড়ে ২১ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, ‘ফিলিস্তিন ইসরায়েলের বিমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।’ 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক লাখ ৬৪ হাজার বার। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এটি ছাড়াও একই দাবিতে ৩ মিনিটেরও একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

তবে ভিডিওগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এগুলো কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গেমিং এসএল ফাইভ ওয়ান ফাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের পয়লা মে ‘এনবিএস মেন্টিস সি-র‍্যাম- জার্মান এয়ার ডিফেন্স ইন অ্যাকশন- শুটিং ডাউন এফ-২২ র‍্যাপ্টর জেটস-আরমা ৩’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটিতে দেখানো  দৃশ্যটি বাস্তব নয়। এটি আরমা ৩ নামে একটি  ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে। 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটির মিলও খুঁজে পাওয়া যায়।  

মূল ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর তুলনা। ছবি: ফেসবুক সিদ্ধান্ত 

উপরোক্ত বিশ্লেষণসমূহ থেকে প্রতীয়মান হয় যে, একমাস ধরে চলমান হামাস–ইসরায়েল সংঘাতে ফিলিস্তিন ইসরায়েলের বিমান ধ্বংস করছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধের অংশ নয়। প্রকৃতপক্ষে ‘আরমা ৩’ নামের একটি ভিডিও গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত