Ajker Patrika

গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড: ইসরায়েল নয় টেক্সাসের ঘটনা এটি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৫৪
গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড: ইসরায়েল নয় টেক্সাসের ঘটনা এটি

সম্প্রতি ‘ইজরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, আল্লাহর গজব!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে অনুসন্ধান করে অন্তত ৩৮টি গ্রুপ ও আইডিতে পোস্টটি দেখা যায়।

গত ২১ মে মুফতি শাফায়াত সিদ্দিকী নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে তথ্যটি ছড়ান হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তা প্রায় আড়াই লাখবার দেখা হয়েছে। রাশেদুল ইসলাম রুশদী নামে আরেকটি আইডি থেকে প্রকাশিত পোস্টটি দেখা হয়েছে সাড়ে তিন লাখবার। শেয়ার করেছেন কয়েক হাজার ফেসবুক ব্যবহারকারী।

ফ্যাক্টচেক
ভিডিওটি অনুসন্ধান করে দেখা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেবার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনে প্রকাশিত সংবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন ও ইউটিউবে এ সংক্রান্ত ভিডিও অনুসন্ধান করে ফেসবুকে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

সিদ্ধান্ত
প্রায় দশ বছর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সময় ইসরায়েলের গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড বলে প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত