Ajker Patrika

ভারতে পুলিশ মুসল্লিদের সামনে হাঁটু গেঁড়ে ক্ষমা চাচ্ছে?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ০৩
ভারতে পুলিশ মুসল্লিদের সামনে হাঁটু গেঁড়ে ক্ষমা চাচ্ছে?

‘ভারতে কদিন আগেও যারা মসজিদ ধ্বংস করেছিলো। মুসলমানদের হত্যা করেছিলো। তারাই আজ মুসল্লিদের সামনে হাটুগেড়ে বসে যাচ্ছে নামাজ পড়ে একটু দোয়া করার জন্য। #আল্লাহ_সর্বশক্তিমান’- এমন ক্যাপশনযোগে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে কিছু পুলিশ সদস্যকে হাঁটু গেঁড়ে পথচারীদের সামনে হাতজোড় করে কথা বলতে দেখা যায়।

দাবি করা হচ্ছে, করোনার প্রকোপ কমার আশায় ভারতীয় পুলিশ সদস্যরা হাঁটু গেঁড়ে বসে মানুষকে নামাজ পড়ে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছেন। ফেসবুকে অনুসন্ধান করে অন্তত পঁচিশটি গ্রুপ ও আইডি থেকে ভিডিওটি আপলোড করতে দেখা গেছে। পোস্টগুলোতে রিঅ্যাকশন ও শেয়ার দিয়েছেন কয়েক হাজার মানুষ। 

যাচাই না করেই ৭১৮ শেয়ার! এভাবেই প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ভুয়া খবর।  ছবি: সংগৃহীতফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ টুলের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশের করা একটি সচেতনতামূলক ভিডিওর অংশবিশেষ। ২০২০ সালের এপ্রিল মাসে ভারতে লকডাউন চলাকালীন অন্ধ্র প্রদেশের কুরনোল জেলার পান্যম থানা পুলিশ এই ভিডিওটি প্রচার করে, যেখানে করোনার সংক্রমণ এড়াতে জনসাধারণকে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়। সামাজিক মাধ্যমে সেসময় ভিডিওটি বেশ আলোচিত হয়। ইটিভি অন্ধ্রপ্রদেশ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়াও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ খুঁজে পাওয়া যায়। দেখুন এখানেএখানে

ভারতীয় গণমাধ্যমে ২০২০ সালের ২০ এপ্রিল প্রকাশিত বিভিন্ন খবরে ভিডিওটি পাওয়া যায়। ছবি: সংগৃহীতফলাফল
ভিডিওটি পুরোনো। এর সাথে নামাজ পড়ে দোয়া করার জন্য পুলিশের অনুরোধের কোনো সম্পৃক্ততা নেই। ফেসবুকে এ সংক্রান্ত পোস্টগুলো ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত