ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহেন্দ্র সিং ধোনির একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ককে বৌদ্ধধর্মের অনুসারী বেশ কিছু সংগঠনের বরাতে শুভেচ্ছা জানাতেও দেখা যাচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, ধোনি একটি বিশেষ পোশাক পরেছেন। তাঁর মাথায় চুল নেই। আনমনে তাকিয়ে আছেন। সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের এমন রূপে দেখা যায়।
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকের টুলস ব্যবহার করে ছবিটির উৎস অনুসন্ধান করলে তা খুঁজে পাওয়া যায় স্টার স্পোর্টসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে। গত ১৩ মার্চ প্রকাশিত ওই টুইটের ক্যাপশনে রহস্য জিইয়ে রাখা হয়। নেটাগরিকদের প্রশ্ন করা হয়, ‘এম এস ধোনির নতুন এই অবতার ইন্টারনেটে ঝড় তুলতে পারে। বলুন তো, এটি কী নিয়ে?’
স্টার স্পোর্টসের এই পোস্টের ক্যাপশন পড়ে এটি যে একটি ক্যাম্পেইন-সংক্রান্ত ছবি, সেটি প্রাথমিকভাবে অনুমান করা যায়। সেই অনুমান সত্য হয় পরদিন একই টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখে।
৪০ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপনচিত্রটিতে ধোনিকে আগের দিন প্রকাশিত ছবির রূপে দেখা যায়। বিজ্ঞাপনটি মূলত এ বছর ৯ এপ্রিল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষে প্রকাশিত হয়।
বিজ্ঞাপনে দেখা যায়, কয়েকজন কিশোর একটি খোলা জায়গায় ক্রিকেট খেলছে। এ সময় সেখানে ধোনির আগমন ঘটে। ধোনি গাছতলায় কিশোরদের নিয়ে পাঁচবার আইপিএল জয়ী ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার গল্প বলেন। আইপিএলকে ভারতের নতুন মন্ত্রও বলা হয় ওই বিজ্ঞাপনে। ধোনি ও কিশোরদের সবাইকে একই ধরনের পোশাক পরিহিত দেখা যায়। বৌদ্ধ ভিক্ষুদের পোশাকের মতো দেখতে হলেও, এ সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য বিজ্ঞাপনে বলা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ধোনির বন্ধু এবং বিজনেস ম্যানেজার অরুণ পাণ্ডে নিশ্চিত করেছেন, এম এস ধোনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্যই ধোনি নতুন এই লুকে হাজির হয়েছেন।
সিদ্ধান্ত
মহেন্দ্র সিং ধোনি বৌদ্ধধর্মে দীক্ষিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্য নেওয়া ধোনির বিশেষ সাজের ছবিকে ব্যবহার করে বৌদ্ধধর্মে দীক্ষিত হওয়ার ভুল তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহেন্দ্র সিং ধোনির একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ককে বৌদ্ধধর্মের অনুসারী বেশ কিছু সংগঠনের বরাতে শুভেচ্ছা জানাতেও দেখা যাচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, ধোনি একটি বিশেষ পোশাক পরেছেন। তাঁর মাথায় চুল নেই। আনমনে তাকিয়ে আছেন। সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের এমন রূপে দেখা যায়।
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকের টুলস ব্যবহার করে ছবিটির উৎস অনুসন্ধান করলে তা খুঁজে পাওয়া যায় স্টার স্পোর্টসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে। গত ১৩ মার্চ প্রকাশিত ওই টুইটের ক্যাপশনে রহস্য জিইয়ে রাখা হয়। নেটাগরিকদের প্রশ্ন করা হয়, ‘এম এস ধোনির নতুন এই অবতার ইন্টারনেটে ঝড় তুলতে পারে। বলুন তো, এটি কী নিয়ে?’
স্টার স্পোর্টসের এই পোস্টের ক্যাপশন পড়ে এটি যে একটি ক্যাম্পেইন-সংক্রান্ত ছবি, সেটি প্রাথমিকভাবে অনুমান করা যায়। সেই অনুমান সত্য হয় পরদিন একই টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখে।
৪০ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপনচিত্রটিতে ধোনিকে আগের দিন প্রকাশিত ছবির রূপে দেখা যায়। বিজ্ঞাপনটি মূলত এ বছর ৯ এপ্রিল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষে প্রকাশিত হয়।
বিজ্ঞাপনে দেখা যায়, কয়েকজন কিশোর একটি খোলা জায়গায় ক্রিকেট খেলছে। এ সময় সেখানে ধোনির আগমন ঘটে। ধোনি গাছতলায় কিশোরদের নিয়ে পাঁচবার আইপিএল জয়ী ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার গল্প বলেন। আইপিএলকে ভারতের নতুন মন্ত্রও বলা হয় ওই বিজ্ঞাপনে। ধোনি ও কিশোরদের সবাইকে একই ধরনের পোশাক পরিহিত দেখা যায়। বৌদ্ধ ভিক্ষুদের পোশাকের মতো দেখতে হলেও, এ সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য বিজ্ঞাপনে বলা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ধোনির বন্ধু এবং বিজনেস ম্যানেজার অরুণ পাণ্ডে নিশ্চিত করেছেন, এম এস ধোনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্যই ধোনি নতুন এই লুকে হাজির হয়েছেন।
সিদ্ধান্ত
মহেন্দ্র সিং ধোনি বৌদ্ধধর্মে দীক্ষিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্য নেওয়া ধোনির বিশেষ সাজের ছবিকে ব্যবহার করে বৌদ্ধধর্মে দীক্ষিত হওয়ার ভুল তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫