Ajker Patrika

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ভুয়া ছবি প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ০৫
ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ভুয়া ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পতাকা হাতে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। ফেসবুক ব্যবহারকারীরা ক্যাপশনে দাবি করছেন, মেসি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন করে ছবিগুলো তুলেছেন।

ফ্যাক্টচেক- ছবি: ১
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি এবং লিওনেল মেসির সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত দুটি ছবির একটি জার্মানভিত্তিক বহুজাতিক কোম্পানি অ্যাডিডাসের একটি ক্যাম্পেইনে তোলা।

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি গত ১৮ মে নিজের ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডিতে রান ফর দ্য ওশেন হ্যাশট্যাগে অ্যাডিডাস কোম্পানির একটি ক্যাম্পেইনে ব্যানার হাতে একটি ছবি প্রকাশ করেন।

লিওনেল মেসির অফিসিয়াল ফেসবুক ও ইন্সটাগ্রামে অ্যাডিডাসের সাথে ক্যাম্পেইনের ছবিটি প্রকাশিত হয়। ছবি: সংগৃহীতক্যাম্পেইনের সেই ছবিটি সম্পাদনা করে ফিলিস্তিনের পতাকা সহকারে ভুল ক্যাপশনে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেক- ছবি: ২
দ্বিতীয় ছবিটি রিভার্স সার্চ করে দেখা যায়, লন্ডনভিত্তিক ফুটবল সামগ্রীর অনলাইন শপ আইকনস ডটকমের সাথে মেসির চুক্তিস্বাক্ষরের একটি ছবি এটি। এই শপটিতে বিখ্যাত খেলোয়াড়দের স্বাক্ষরযুক্ত স্মরণীয় ক্রীড়াসামগ্রী বিক্রি হয়। লিওনেল মেসি আইকনস ডটকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ।

এর বাইরে নেট দুনিয়ায় অনুসন্ধান করে ফিলিস্তিনের পতাকা হাতে লিওনেল মেসির কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ভুয়া ছবি (বাঁয়ে) এবং আসল ছবি (ডানে)। ছবি: সংগৃহীতসিদ্ধান্ত
মেসি ফিলিস্তিনের পতাকা হাতে ছবি তোলেননি। প্রচারিত ছবি দুটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত