Ajker Patrika

গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটিতেই নেই ড. জাফর ইকবাল

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৯: ৪৪
গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটিতেই নেই ড. জাফর ইকবাল

চলমান কোটা সংস্কার আন্দোলন ও কোটা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে একটি নিবন্ধ লিখতে শুরু করেছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। ওই নিবন্ধের একটি অংশ গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। বিভিন্ন প্রকাশনী তাঁর বই বিক্রি না করার ঘোষণা দেয়। 

ইতিমধ্যে জাফর ইকবালের সাবেক কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’ দিয়েছেন। এর মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটির সহসভাপতির পদ থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

‘কালচারাল ক্লাসিস্টস’ নামের ৩ লাখ ৮৩ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় দেওয়া এমন একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৮০০। শেয়ার হয়েছে প্রায় দেড় শ। 

দাবিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে বর্তমান কমিটির তালিকা পাওয়া যায়। তালিকায় সহসভাপতি পদে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের নাম রয়েছে। তালিকা ড. জাফর ইকবালের নাম নেই। 

ওয়েবসাইট সূত্রে জানা যায়, এটি গণিত অলিম্পিয়াড কমিটির ২০২৪–২৫ বছরের কমিটি। চলতি বছরের গত ১০ জানুয়ারি থেকে এই কমিটি দায়িত্ব পালন করছে। অর্থাৎ বর্তমান কমিটি যখন থেকে কার্যকর হয়, তখন থেকেই তিনি কমিটিতে নেই। 

গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটি। ছবি: বাংলাদেশ গণিত অলিম্পিয়াডবিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অধ্যাপক ড. আব্দুল হাকিম খানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল আগের কমিটিতে ছিলেন। বর্তমান কমিটিতে তিনি নেই।’ 

গণিত অলিম্পিয়াডের প্রতিষ্ঠাকালীন কমিটি। ছবি: বাংলাদেশ গণিত অলিম্পিয়াডপ্রসঙ্গত, অধ্যাপক জাফর ইকবাল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। ওই কমিটিতে তিনি সহসভাপতি ছিলেন। গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এখনো সহসভাপতি হিসেবে জাফর ইকবালের নাম রয়েছে। 

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত