ফ্যাক্টচেক ডেস্ক
এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনার মুখেও পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব। যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি।
আজ মঙ্গলবার বিকেল থেকে তানজিম আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় দৈনিকের লোগো ও ডিজাইন বিশিষ্ট ফটোকার্ড প্রচার করে এমন দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তাঁর ভেরিফায়েড পেজে এমন একটি ফটোকার্ড আজ বিকেল সাড়ে ৫টায় পোস্ট করে লেখেন, ‘সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়েল বেঙ্গল টাইগার।’ ফটোকার্ডটিতে তারিখ দেওয়া ১৭ সেপ্টেম্বর। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই।
পরে দৈনিক কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ২টা ৫০ মিনিটে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, ‘বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি।’
এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রচার করত।
সুতরাং এটি স্পষ্ট, আজ দুপুরে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি সম্পাদনা করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে যুমনাটিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডের ক্ষেত্রেও।
এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনার মুখেও পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব। যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি।
আজ মঙ্গলবার বিকেল থেকে তানজিম আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় দৈনিকের লোগো ও ডিজাইন বিশিষ্ট ফটোকার্ড প্রচার করে এমন দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তাঁর ভেরিফায়েড পেজে এমন একটি ফটোকার্ড আজ বিকেল সাড়ে ৫টায় পোস্ট করে লেখেন, ‘সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়েল বেঙ্গল টাইগার।’ ফটোকার্ডটিতে তারিখ দেওয়া ১৭ সেপ্টেম্বর। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করার পরামর্শ প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই।
পরে দৈনিক কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর ২টা ৫০ মিনিটে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, ‘বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি।’
এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত বক্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে এই ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রচার করত।
সুতরাং এটি স্পষ্ট, আজ দুপুরে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি সম্পাদনা করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে যুমনাটিভি ও প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডের ক্ষেত্রেও।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৫ দিন আগে