Ajker Patrika

দ্বন্দ্ব ভুলে ক্রিকেট খেলছেন আহমাদুল্লাহ–তাহেরী—ভাইরাল ভিডিওর নেপথ্যে

ফ্যাক্টচেক ডেস্ক
দ্বন্দ্ব ভুলে ক্রিকেট খেলছেন আহমাদুল্লাহ–তাহেরী—ভাইরাল ভিডিওর নেপথ্যে

নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের বয়স নিয়ে কদিন আগেই দ্বন্দ্বে জড়ান সময়ের আলোচিত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাঁদের ভক্তসহ পুরো সোশ্যাল মিডিয়া হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন ক্রিকেট খেলছেন। বল করছেন গিয়াস উদ্দিন তাহেরী, ব্যাটিংয়ে আছেন শায়খ আহমাদুল্লাহ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শায়েখদ্বয় খেলে আর পাবলিক একে অপরকে গালি দিয়ে নিজেদের আমলনামা ভারী করে!’ 

মুহাম্মদ শাহ পরান নামের ফেসবুক পেজে গত মঙ্গলবার (২১ মে) এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখা হয়েছে ৮৭ লাখ বার, রিয়েকশন পড়েছে ৪৪ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউব, টিকটকেও ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিওটি নিয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আহমাদুল্লাহ–তাহেরীর ক্রিকেট খেলার ভিডিওটি ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা দুটি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে। 

শায়খ আহমাদুল্লাহর ভিডিও যাচাই 
রিভার্স ইমেজ অনুসন্ধানে শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার ভিডিওটি পাওয়া যায় ২০২২ সালে। ওই বছর আকরাম নামের একটি ফেসবুক পেজে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। 

আহমাদুল্লাহর ক্রিকেট খেলার প্রকৃত ভিডিওভিডিওটিতে বোলিং প্রান্তে কে ছিলেন তা দেখা না গেলেও, শায়খ আহমাদুল্লাহর পরিহিত পোশাক, তাঁর পেছনে থাকা স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও ব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। 

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভিডিও যাচাই 
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বোলিং করার ভিডিওটি ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে মেহেদী হাসান তাহেরি নামের একটি পেজে পাওয়া যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি ২০২৩ সালের ১৬ জুলাই পেজটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে থাকা তাহেরীর পোশাক, বোলিংয়ের ধরন ও ভিডিওতে দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। 

তাহেরির ক্রিকেট খেলার প্রকৃত ভিডিওএতে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরী একদল কিশোর ও তরুণের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। পরে তিনি ওই কিশোরদের একজনকে টাকা দেন বল ও টেপ আনার জন্য। বল আনা হলে একপর্যায়ে তিনি নিজেই বলটিতে টেপ লাগাতে শুরু করেন এবং পরে বোলিং করেন। তাঁর বোলিংয়ের সময় ব্যাটিং প্রান্তে শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। বরং সেখানে ব্যাট হাতে এক তরুণকে দেখা যায়।

অর্থাৎ, দুটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানে ধারণ করা আহমাদুল্লাহ ও তাহেরীর ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...