ফ্যাক্টচেক ডেস্ক
নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের বয়স নিয়ে কদিন আগেই দ্বন্দ্বে জড়ান সময়ের আলোচিত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাঁদের ভক্তসহ পুরো সোশ্যাল মিডিয়া হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন ক্রিকেট খেলছেন। বল করছেন গিয়াস উদ্দিন তাহেরী, ব্যাটিংয়ে আছেন শায়খ আহমাদুল্লাহ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শায়েখদ্বয় খেলে আর পাবলিক একে অপরকে গালি দিয়ে নিজেদের আমলনামা ভারী করে!’
মুহাম্মদ শাহ পরান নামের ফেসবুক পেজে গত মঙ্গলবার (২১ মে) এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখা হয়েছে ৮৭ লাখ বার, রিয়েকশন পড়েছে ৪৪ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউব, টিকটকেও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি নিয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আহমাদুল্লাহ–তাহেরীর ক্রিকেট খেলার ভিডিওটি ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা দুটি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহর ভিডিও যাচাই
রিভার্স ইমেজ অনুসন্ধানে শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার ভিডিওটি পাওয়া যায় ২০২২ সালে। ওই বছর আকরাম নামের একটি ফেসবুক পেজে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।
ভিডিওটিতে বোলিং প্রান্তে কে ছিলেন তা দেখা না গেলেও, শায়খ আহমাদুল্লাহর পরিহিত পোশাক, তাঁর পেছনে থাকা স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও ব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভিডিও যাচাই
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বোলিং করার ভিডিওটি ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে মেহেদী হাসান তাহেরি নামের একটি পেজে পাওয়া যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি ২০২৩ সালের ১৬ জুলাই পেজটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে থাকা তাহেরীর পোশাক, বোলিংয়ের ধরন ও ভিডিওতে দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
এতে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরী একদল কিশোর ও তরুণের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। পরে তিনি ওই কিশোরদের একজনকে টাকা দেন বল ও টেপ আনার জন্য। বল আনা হলে একপর্যায়ে তিনি নিজেই বলটিতে টেপ লাগাতে শুরু করেন এবং পরে বোলিং করেন। তাঁর বোলিংয়ের সময় ব্যাটিং প্রান্তে শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। বরং সেখানে ব্যাট হাতে এক তরুণকে দেখা যায়।
অর্থাৎ, দুটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানে ধারণ করা আহমাদুল্লাহ ও তাহেরীর ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের বয়স নিয়ে কদিন আগেই দ্বন্দ্বে জড়ান সময়ের আলোচিত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাঁদের ভক্তসহ পুরো সোশ্যাল মিডিয়া হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন ক্রিকেট খেলছেন। বল করছেন গিয়াস উদ্দিন তাহেরী, ব্যাটিংয়ে আছেন শায়খ আহমাদুল্লাহ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শায়েখদ্বয় খেলে আর পাবলিক একে অপরকে গালি দিয়ে নিজেদের আমলনামা ভারী করে!’
মুহাম্মদ শাহ পরান নামের ফেসবুক পেজে গত মঙ্গলবার (২১ মে) এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখা হয়েছে ৮৭ লাখ বার, রিয়েকশন পড়েছে ৪৪ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউব, টিকটকেও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি নিয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আহমাদুল্লাহ–তাহেরীর ক্রিকেট খেলার ভিডিওটি ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা দুটি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহর ভিডিও যাচাই
রিভার্স ইমেজ অনুসন্ধানে শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার ভিডিওটি পাওয়া যায় ২০২২ সালে। ওই বছর আকরাম নামের একটি ফেসবুক পেজে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।
ভিডিওটিতে বোলিং প্রান্তে কে ছিলেন তা দেখা না গেলেও, শায়খ আহমাদুল্লাহর পরিহিত পোশাক, তাঁর পেছনে থাকা স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও ব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভিডিও যাচাই
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বোলিং করার ভিডিওটি ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে মেহেদী হাসান তাহেরি নামের একটি পেজে পাওয়া যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি ২০২৩ সালের ১৬ জুলাই পেজটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে থাকা তাহেরীর পোশাক, বোলিংয়ের ধরন ও ভিডিওতে দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
এতে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরী একদল কিশোর ও তরুণের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। পরে তিনি ওই কিশোরদের একজনকে টাকা দেন বল ও টেপ আনার জন্য। বল আনা হলে একপর্যায়ে তিনি নিজেই বলটিতে টেপ লাগাতে শুরু করেন এবং পরে বোলিং করেন। তাঁর বোলিংয়ের সময় ব্যাটিং প্রান্তে শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। বরং সেখানে ব্যাট হাতে এক তরুণকে দেখা যায়।
অর্থাৎ, দুটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানে ধারণ করা আহমাদুল্লাহ ও তাহেরীর ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
২ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে