খুলনা প্রতিনিধি
খুলনায় আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। ১৪০ টাকার ব্রয়লার মুরগি ১৪৫ টাকা, ২৩০ টাকার সোনালি ২৬০ টাকা, ২৩০ টাকার কক ২৬০ টাকা ও ২২০ টাকার লেয়ার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি ডিমে দুই থেকে তিন টাকা করে বেড়েছে।
নগরীর দোলখোলার মুরগি বিক্রেতা হোসেন বলেন, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম ৫ থেকে ৩০ টাকা বেড়েছে। খামারিরা মুরগির দাম বাড়িয়েছে। বাড়তি দাম দিয়ে তাঁকে কিনতে হচ্ছে। তাই এ দরে বিক্রি করতে হচ্ছে। ডিম বিক্রেতা রহিম বলেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। দাম বাড়ার কারণ তিনি জানেন না। খামারির কাছ থেকে তাঁকে বেশি দরে কিনতে হচ্ছে বলে তিনি এ দরে বিক্রি করছেন।
নতুন বাজারের কাঁচামালের ব্যবসায়ী রসুল বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে মুড়িকাটা পেঁয়াজও পাওয়া যায়। এটিতে পেঁয়াজের পরিমাণ কম থাকে। তা ছাড়া সম্প্রতি বৃষ্টির পানিতে অনেক পেঁয়াজ পচে যায়। আমদানিও কমে গেছে। যে কারণে এর দাম বেড়েছে।
মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী শহীদুল বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। আড়তদারেরা বলছেন, ট্রাকভাড়া বেড়েছে। সঙ্গে শ্রমিকের দামও বেড়েছে। সেখান থেকে বেশি দামে ক্রয় করার কারণে তাঁকে এ দরে বিক্রি করতে হচ্ছে। একই বাজারের হামিদ জানান, মুড়িকাটা পেঁয়াজের দাম প্রতিবছরই এ রকম থাকে। ভাতি পেঁয়াজ মাঠে আছে। সেটি বাজারে এলে পেঁয়াজের দাম একটু কমতে পারে। সোনাডাঙ্গার ট্রাক টার্মিনালের পাইকারি ব্যবসায়ী আব্দুল মালেক পেঁয়াজের দাম বেড়েছে বলে অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, মোকামে এ পণ্যটির সরবরাহ কম, যা আসে তার চেয়ে ব্যাপারীর সংখ্যা বেশি থাকে। তাই সেখান থেকে বেশি দরে কিনতে হয়। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।
শ্রমিক আনারুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, কাজ করে প্রতিদিন সাড়ে ৫০০ টাকা আয় করেন, যা পান তার থেকে ছেলেমেয়ের লেখাপড়া বাবদ কিছু টাকা সঞ্চয় করতে হয়। তারপর ঘরভাড়ার টাকা। তা ছাড়া সংসারে তাঁর মা রয়েছেন। তিনি অসুস্থ, ওষুধ বাবদ তাঁর পেছনে প্রতিদিন ৬০ থেকে ৭০ টাকা খরচ করতে হয়। যা আয় হয় তা দিয়ে কোনোমতে খেয়ে দিন পার করতে হয়। মাংস কেনেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, নুন আনতে আমাদের পান্তা ফুরায় আবার মাংস। নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে গিয়ে তাঁর নাভিশ্বাস উঠছে।
মিস্ত্রিপাড়া বাজারে কথা হয় কাপড় ব্যবসায়ী শাহিন মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, মধ্যম আয়ের দেশ। কিন্তু প্রতিটি পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। যেভাবে ব্যয় বাড়ছে সেভাবে আয় বাড়ছে না তাঁর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
খুলনা জেলা বাজার কর্মকর্তা শাহরিয়ার আকুন্জি বলেন, তেল চাল ডালের দাম স্থিতিশীল রয়েছে। তবে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম বাড়তির দিকে। সবজির দাম নাগালের মধ্যেই আছে। বাজারের দোকানে পণ্যমূল্য টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে রমজানে টিসিবি পণ্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে। এ ব্যাপারে টিসিবির খুলনা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল মোর্শেদ বলেন, হতদরিদ্র মানুষের কথা মাথায় রেছে রমজানে টিসিবির পণ্য বরাদ্দ বাড়ানো হবে। এটি পণ্যর দাম নিয়ন্ত্রণে আানতে সহায়ক হবে।
খুলনায় আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। ১৪০ টাকার ব্রয়লার মুরগি ১৪৫ টাকা, ২৩০ টাকার সোনালি ২৬০ টাকা, ২৩০ টাকার কক ২৬০ টাকা ও ২২০ টাকার লেয়ার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি ডিমে দুই থেকে তিন টাকা করে বেড়েছে।
নগরীর দোলখোলার মুরগি বিক্রেতা হোসেন বলেন, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম ৫ থেকে ৩০ টাকা বেড়েছে। খামারিরা মুরগির দাম বাড়িয়েছে। বাড়তি দাম দিয়ে তাঁকে কিনতে হচ্ছে। তাই এ দরে বিক্রি করতে হচ্ছে। ডিম বিক্রেতা রহিম বলেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমে ২ থেকে ৩ টাকা করে বেড়েছে। দাম বাড়ার কারণ তিনি জানেন না। খামারির কাছ থেকে তাঁকে বেশি দরে কিনতে হচ্ছে বলে তিনি এ দরে বিক্রি করছেন।
নতুন বাজারের কাঁচামালের ব্যবসায়ী রসুল বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে মুড়িকাটা পেঁয়াজও পাওয়া যায়। এটিতে পেঁয়াজের পরিমাণ কম থাকে। তা ছাড়া সম্প্রতি বৃষ্টির পানিতে অনেক পেঁয়াজ পচে যায়। আমদানিও কমে গেছে। যে কারণে এর দাম বেড়েছে।
মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী শহীদুল বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। আড়তদারেরা বলছেন, ট্রাকভাড়া বেড়েছে। সঙ্গে শ্রমিকের দামও বেড়েছে। সেখান থেকে বেশি দামে ক্রয় করার কারণে তাঁকে এ দরে বিক্রি করতে হচ্ছে। একই বাজারের হামিদ জানান, মুড়িকাটা পেঁয়াজের দাম প্রতিবছরই এ রকম থাকে। ভাতি পেঁয়াজ মাঠে আছে। সেটি বাজারে এলে পেঁয়াজের দাম একটু কমতে পারে। সোনাডাঙ্গার ট্রাক টার্মিনালের পাইকারি ব্যবসায়ী আব্দুল মালেক পেঁয়াজের দাম বেড়েছে বলে অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, মোকামে এ পণ্যটির সরবরাহ কম, যা আসে তার চেয়ে ব্যাপারীর সংখ্যা বেশি থাকে। তাই সেখান থেকে বেশি দরে কিনতে হয়। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান।
শ্রমিক আনারুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, কাজ করে প্রতিদিন সাড়ে ৫০০ টাকা আয় করেন, যা পান তার থেকে ছেলেমেয়ের লেখাপড়া বাবদ কিছু টাকা সঞ্চয় করতে হয়। তারপর ঘরভাড়ার টাকা। তা ছাড়া সংসারে তাঁর মা রয়েছেন। তিনি অসুস্থ, ওষুধ বাবদ তাঁর পেছনে প্রতিদিন ৬০ থেকে ৭০ টাকা খরচ করতে হয়। যা আয় হয় তা দিয়ে কোনোমতে খেয়ে দিন পার করতে হয়। মাংস কেনেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, নুন আনতে আমাদের পান্তা ফুরায় আবার মাংস। নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে গিয়ে তাঁর নাভিশ্বাস উঠছে।
মিস্ত্রিপাড়া বাজারে কথা হয় কাপড় ব্যবসায়ী শাহিন মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, মধ্যম আয়ের দেশ। কিন্তু প্রতিটি পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে সংসার চালানো দায় হয়ে পড়েছে। যেভাবে ব্যয় বাড়ছে সেভাবে আয় বাড়ছে না তাঁর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
খুলনা জেলা বাজার কর্মকর্তা শাহরিয়ার আকুন্জি বলেন, তেল চাল ডালের দাম স্থিতিশীল রয়েছে। তবে ডিম, মুরগি ও পেঁয়াজের দাম বাড়তির দিকে। সবজির দাম নাগালের মধ্যেই আছে। বাজারের দোকানে পণ্যমূল্য টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে রমজানে টিসিবি পণ্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে। এ ব্যাপারে টিসিবির খুলনা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল মোর্শেদ বলেন, হতদরিদ্র মানুষের কথা মাথায় রেছে রমজানে টিসিবির পণ্য বরাদ্দ বাড়ানো হবে। এটি পণ্যর দাম নিয়ন্ত্রণে আানতে সহায়ক হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫