Ajker Patrika

শেষ মুহূর্তে প্রচারে সরগরম হোমনা

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
শেষ মুহূর্তে প্রচারে সরগরম হোমনা

হোমনা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী রোববার তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এসব ইউপির ৪২৪ প্রার্থীর প্রচার-প্রচারণায় উপজেলা সরগরম হয়ে উঠেছে। প্রচারণার শেষ মুহূর্তে তাঁরা অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইকযোগে দল বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটারসহ কিছু প্রার্থী। কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, সে আশঙ্কা এলাকাবাসীর। ঘাগুটিয়া ইউনিয়নের বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা যেন এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। প্রশাসন যেন সেই পদক্ষেপ নেন।’

এদিকে আছাদপুর ইউপির নৌকার প্রতীকের প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি এতে তাঁর ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ঘাড়মোড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মোল্লা বলেন, ‘আমি পরপর একাধিকবার জনগণের ভোটে ঘাড়মোড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, এবারও যেন এ ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন হয়।’

আবার যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, উপজেলায় ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ভোটের দিন ভোটারদের সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। হোমনায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলার কোনো অবকাশ নেই। হোমনার সব কেন্দ্রে আমরা শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে হোমনা উপজেলার ৯ ইউনিয়নের ভোটগ্রহণ। এতে ৪২৪ প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯৩ জন প্রার্থী। এ ছাড়া ৯ ইউপির মধ্যে নিলখী ইউপির নৌকার প্রার্থী মো. জালাল উদ্দিন ও ভাষানিয়া ইউপির ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাফিয়া বেগম নির্বাচিত হয়েছেন। তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে উভয়েই দ্বিতীয়বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত