Ajker Patrika

বমির সঙ্গে পেট থেকে বেরিয়ে এল ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ৪১
বমির সঙ্গে পেট থেকে বেরিয়ে এল ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় এক নারীসহ পৃথক অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক দম্পতিও আছেন। গত বুধবার সন্ধ্যা ও রাতে অভিযান চালিয়ে ৪ হাজার ৩০টি ইয়াবা জব্দ হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন এলাকায় সন্দেহভাজন হিসেবে ১ নারীসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ওই নারী বমির মধ্যে ইয়াবা বের করে দেন। এ সময় তিনি অপর ২ জনের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁদের তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন, নাটোর সদর উপজেলার ছাতনি বেলঘরিয়ার মো. হালিম শেখ (৩৭) ও তাঁর স্ত্রী রেশমা আক্তার (৩৩) এবং নড়াইলের সদরের মধুরগাথি এলাকার সালাহ উদ্দিন (২২)।

এদিকে বুধবার সন্ধ্যা উপজেলার ঘোনারপাড়া এলাকায় টেকনাফ-উখিয়া যাওয়ার সড়কে চেকপোস্ট বসিয়ে মো. শাহাজান (৫৬) নামে একজনকে আটক করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভারুখিয়া এলাকার বাসিন্দা। তল্লাশি করে তাঁর কাছ থেকে ২ হাজার ২৮০টি ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আলমগীর হোসেন বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত