Ajker Patrika

মনোহরদীতে ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ১৯
মনোহরদীতে ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। পরে ইউএনওর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর পরিচয় ব্যবহার করে কোনো অসাধুচক্র চাঁদাবাজির চেষ্টা করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে একটি মনোহরদী পৌরসভার সচিব ইসমাইল মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে একজন ব্যক্তি, তাঁকে স্থানীয় বাজারের কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ীর নাম ও ফোন নম্বর দিতে বলেন।

পৌর সচিব মো. ইসমাইল বলেন, বাজারে লাইসেন্স ইন্সপেক্টরকে পাঠিয়ে কয়েকজন ব্যবসায়ীর নাম ও ফোন নম্বর এনে ওই নম্বরে ফোন করে জানান। পরে ওই নম্বর থেকে সে সব ব্যবসায়ীদের কাছে ইউএনওর পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়।

মনোহরদী বাজারের ব্যবসায়ী নোহা ইলেকট্রনিকসের মালিক সোহাগ বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। সাগর বস্ত্রালয়ের মাহতাবের কাছে ১ লাখ টাকা চাওয়া হয়। আরেক ব্যবসায়ী বিষ্ণু সাহার কাছেও টাকা চাওয়া হয়।

পরে তাঁরা ইউএনওকে ফোন করে বিষয়টি নিশ্চিত হন, তাঁদের ইউএনও কল করেননি। কেউ ইউএনও পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করেছে।

এ ব্যাপারে ইউএনও এ এস এম কাসেম বলেন, ‘এ সংক্রান্ত ফোন কল ও দাবির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত