Ajker Patrika

ফেনী-ফুলগাজী সড়কে অটোরিকশায় ফাঁদ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
ফেনী-ফুলগাজী সড়কে অটোরিকশায় ফাঁদ

ফেনী সদর-ফুলগাজী সড়কের হাসপাতাল মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় চলাচলে প্রায়ই নানাজন মলম পার্টির খপ্পরে পড়ছেন। এ সময় অনেককেই টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র খোয়াতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে অটোরিকশাচালকরাও জড়িত বলে ভুক্তভোগীরা মনে করেন। তবে প্রায়ই এমন ঘটনা ঘটলেও বিষয়টি স্থানীয় প্রশাসনের কেউ অবহিত নন।

এ বিষয়ে ঘটনার শিকার একাধিক ব্যক্তি জানান, সদর হাসপাতাল থেকে ফুলগাজী চলাচলে সিএনজিচালিত অটোরিকশায় করে যাতায়াত করতে হয়। এ ক্ষেত্রে কিছু অটোরিকশায় দু-তিনজন আগে থেকে বসা থাকে। হাসপাতাল মোড় পার হওয়ার পরই নানা কৌশলে অজ্ঞান করে যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার, টাকাপয়সা, মোবাইল ফোন সেট লুটে নেওয়া হয়। পরে অজ্ঞান অবস্থায় তাকে রাস্তার পাশে জনশূন্য এলাকায় ফেলে রেখে চলে যায় তারা।

ফুলগাজীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূপুর চক্রবর্তী গত ২৩ নভেম্বর ফেনী থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। ফেনী সদর হাসপাতাল থেকে সকালে একটি অটোরিকশায় ওঠেন। পাশে হুজুরের ছদ্মবেশে একজনসহ তিনজন ছেলে বসা ছিল। টেকনিক্যাল মোড় পার হওয়ার পর তারা কথিত সেই হুজুরকে পির বলে সম্বোধন করে।

নূপুর চক্রবর্তী বলেন, ‘কিছু দূর যাওয়ার পর একজন হুজুরের পা ধরে কান্নাকাটি শুরু করে। আরেকজন আমাকে বলেন, এই লোক বড়মাপের পির। তিনি আমার মাথায় হাত বুলিয়ে ফুঁ দিলেন। আমি তাতে ধীরে ধীরে অচেতন হতে থাকি। তখন আমার কানের দুল, গলার চেইন তারা নিয়ে যায়। পরে বন্ধুয়া সেতু পার হয়ে আমাকে নামিয়ে দেওয়া হয়।’

ফুলগাজী শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলেয়া বেগম ১০-১৫ দিন আগে ফেনী থেকে অটোরিকশায় করে আসছিলেন। পথে মুখে রুমাল দিয়ে তাঁকে অজ্ঞান করা হয়। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোন সেট, টাকা, স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে ফুলগাজীর কালীর হাট বাজারের উত্তর পাশে তাঁকে নামিয়ে রেখে চলে যায়। তারপর স্থানীয় লোকজন তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা পর তার জ্ঞান ফেরে।

ফুলগাজী গোসাইপুর গ্রামের মো. মিনার হোসেন (৩৪) নামের এক যুবক জানান, গত ১৩ নভেম্বর হাসপাতাল মোড় থেকে তিনি অটোরিকশায় ওঠেন। সঙ্গে আরও দু-তিনজন লোক ওঠেন। কিছু দূর যাওয়ার পর তাঁকে বড়ইয়ের আচার খেতে দেওয়া হয়। আচার খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাঁকে নামিয়ে দেওয়া হয়। প্রায় ২২ ঘণ্টা পর তাঁর জ্ঞান ফেরে। তাঁর কাছ থেকে ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন সেট নিয়ে যায় তারা।

এ ছাড়া গত কয়েক দিনে শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফুলগাজীর মুন্সিরহাট পৈথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাসহ একাধিক ব্যক্তির কাছ থেকে মলম পার্টির সদস্যরা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। ফুলগাজী থেকে ফেনীতে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাচালকদের ডেকে কথা বলব। তাদের এ বিষয়ে সতর্ক করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত