হেমন্তের শেষে ধীরে ধীরে প্রকৃতি জানান দিচ্ছে শীত আসছে। শীতের আগমন উপলক্ষে আগামীকাল শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘পাঁচফোড়ন’ নামের এই অনুষ্ঠানের আয়োজক সময় টোয়েন্টিস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে সারা দিন চলবে শিল্পীদের চিত্রাঙ্কন প্রদর্শনী। এরপর বাংলা সাহিত্যের প্রাচীন বিনোদনমাধ্যম ‘পুঁথি পাঠ’ শোনাবেন এথেন্স শাওন। সকাল ১০টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত সিনেমা ‘মাটির প্রজার দেশে’। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ।
বেলা ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মঞ্চনাটক। ‘কমলাকান্তের জবানবন্দী’ পরিবেশন করবে নাট্যদল ত্রিকাল। আরও থাকছে ভেন্ট্রিলোকুইস্ট ও পাপেট শো। পাপেট শোটি পরিচালনা করবেন মনসুরা মুবশ্বিরা।
দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন শেষ হবে গান দিয়ে। বিকেল থেকে একে একে মঞ্চে উঠবে ব্যান্ড ও সংগীতশিল্পীরা। গান শোনাবে ব্যান্ড কার্নিভাল, চাঁন্দের গাড়ি ও কাকতাল এবং সংগীতশিল্পী ফিরোজ জং, আসির আরমান, শুভ্র, হাসান জয়, রোদশি ও আজওয়াদ।
আয়োজক প্রতিষ্ঠান সময় টোয়েন্টিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাওসিফ আহমেদ জিতু বলেন, ‘পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা সহজেই এক ক্লিকে পুরো বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারি। এর সুবাদে তরুণ সমাজ বিদেশি সংস্কৃতির প্রতি প্রবলভাবে আকর্ষিত হচ্ছে। আমাদের নিজস্ব সংস্কৃতি কোনো দিক থেকে পিছিয়ে নেই সেটা উপলব্ধি করতে পারছে না। পাঁচফোড়নে আমরা বাংলা সংস্কৃতির পাঁচটি মাধ্যমকে নতুনভাবে দেশের তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করছি।’
অনুষ্ঠানের সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৫ টাকা এবং কাপল প্যাকেজ ৯০০ টাকা।
হেমন্তের শেষে ধীরে ধীরে প্রকৃতি জানান দিচ্ছে শীত আসছে। শীতের আগমন উপলক্ষে আগামীকাল শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘পাঁচফোড়ন’ নামের এই অনুষ্ঠানের আয়োজক সময় টোয়েন্টিস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে সারা দিন চলবে শিল্পীদের চিত্রাঙ্কন প্রদর্শনী। এরপর বাংলা সাহিত্যের প্রাচীন বিনোদনমাধ্যম ‘পুঁথি পাঠ’ শোনাবেন এথেন্স শাওন। সকাল ১০টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত সিনেমা ‘মাটির প্রজার দেশে’। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ।
বেলা ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মঞ্চনাটক। ‘কমলাকান্তের জবানবন্দী’ পরিবেশন করবে নাট্যদল ত্রিকাল। আরও থাকছে ভেন্ট্রিলোকুইস্ট ও পাপেট শো। পাপেট শোটি পরিচালনা করবেন মনসুরা মুবশ্বিরা।
দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন শেষ হবে গান দিয়ে। বিকেল থেকে একে একে মঞ্চে উঠবে ব্যান্ড ও সংগীতশিল্পীরা। গান শোনাবে ব্যান্ড কার্নিভাল, চাঁন্দের গাড়ি ও কাকতাল এবং সংগীতশিল্পী ফিরোজ জং, আসির আরমান, শুভ্র, হাসান জয়, রোদশি ও আজওয়াদ।
আয়োজক প্রতিষ্ঠান সময় টোয়েন্টিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাওসিফ আহমেদ জিতু বলেন, ‘পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা সহজেই এক ক্লিকে পুরো বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারি। এর সুবাদে তরুণ সমাজ বিদেশি সংস্কৃতির প্রতি প্রবলভাবে আকর্ষিত হচ্ছে। আমাদের নিজস্ব সংস্কৃতি কোনো দিক থেকে পিছিয়ে নেই সেটা উপলব্ধি করতে পারছে না। পাঁচফোড়নে আমরা বাংলা সংস্কৃতির পাঁচটি মাধ্যমকে নতুনভাবে দেশের তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করছি।’
অনুষ্ঠানের সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৫ টাকা এবং কাপল প্যাকেজ ৯০০ টাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫