Ajker Patrika

আলোচিত ঘটনা

আলোচিত ঘটনা

  • চায়ে চিনি কম দেওয়ার অভিযোগে শুটিং সেটে রাব্বী নামের প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ উঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেতা।
  • শুটিংয়ে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করে সমালোচিত হন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিরাপত্তার অজুহাতে সেটে পুলিশ ডাকেন তিনি। এমনকি সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বন্ধুত্বের বেশি সুবিধা নেওয়ার অভিযোগ করেন চমক। শেষ পর্যন্ত চমকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
  • এ বছর নাট্যাঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘রুচির দুর্ভিক্ষ’ শব্দটি। দেশের সংস্কৃতি অঙ্গনের করুণ দশার বর্ণনা দিতে গিয়ে শব্দটি ব্যবহার করেন অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ। পরবর্তী সময়ে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা চর্চা হয়। দেশের সীমানা ছাড়িয়ে রুচির দুর্ভিক্ষ ইস্যু নিয়ে আলোচনা হয় ভারতেও।
  • বছরের শেষ ভাগে খবর ছড়িয়ে পড়ে, মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের কারণে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি অভিনেত্রী তানজিন তিশা। এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিশা। ডিবি অফিসে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। অভিনেত্রীর অপেশাদার আচরণ ও বক্তব্যের কারণে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন বিনোদন সাংবাদিকেরা। পরে ডিবি অফিসে বসে সমঝোতায় এসে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিশা।
  • ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। মাঠে নামার আগে ফান-ফুর্তি, গেট টুগেদার বললেও, খেলতে নেমে নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েন তারকারা। বন্ধ হয়ে যায় আয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত