Ajker Patrika

কালিহাতীতে ছাত্রীরা উপহার পেল স্কুলব্যাগ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ৩৯
কালিহাতীতে ছাত্রীরা উপহার পেল স্কুলব্যাগ

কালিহাতীতে ১২ স্কুলছাত্রীকে স্কুল ব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়েছে। গতকাল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব দেওয়া হয়।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে এসব ব্যাগ দেওয়া হয়। কন্যা শিশুদের স্বপ্ন ও সম্ভাবনার পথকে সুগম করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী ও ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মোর্শেদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা বলেন, ‘কন্যা বা মেয়ে শিশুরা তথ্য ও যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয় সে জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের কন্যাশিশুরাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত