Ajker Patrika

জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার সময়সীমা

সিলেট প্রতিনিধি
জড়িতদের ধরতে ৪৮ ঘণ্টার সময়সীমা

সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সিলেটের সাংবাদিকেরা।

এ দাবিতে গতকাল শনিবার বিকেলে নগরের এ টি এম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) ‘সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করেন তাঁরা।

এর আগে গত ১৯ জুলাই নগরের বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। এ ঘটনায় গত ১৯ আগস্ট সিলেটের আদালতে মামলা দায়ের করেন তাঁর বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর)।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘ দেড় মাস অতিবাহিত হলেও তুরাব হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে। অথচ তারা এই শহরেই ছিল। তুরাবকে কারা হত্যা করেছে, তা একেবারেই পরিষ্কার। সেদিনের ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখলে প্রকৃত আসামিদের চিহ্নিত করা সহজ।

আমাদের সহকর্মীদের কাছেও ঘটনার সময়কার ভিডিও ফুটেজ রয়েছে।’ এ সময় বক্তারা তুরাব হত্যার পেছনের ইন্ধনকারীদেরও খুঁজে বের করতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত