Ajker Patrika

কেরানীগঞ্জে দুই রাতে সাত দোকানে চুরি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৪
কেরানীগঞ্জে দুই রাতে সাত দোকানে চুরি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে চলছে চুরির ঘটনা। গত দুই দিনে ঘটেছে ৭টি চুরির ঘটনা।

গত শনিবার দিবাগত গভীর রাতে হাসনাবাদের সেন্টার রোড এলাকায় ফার্মেসিসহ ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া শুক্রবার দিবাগত রাতেও ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফার্মেসি মালিক হানিফ মাস্টার বলেন, ‘সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙা। চোরেরা দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ১ হাজার ২০০ টাকা নিয়ে গেছে। এ ছাড়া আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ওষুধও নিয়ে গেছেন তাঁরা।’

স্বদেশ টেলিকম নামে এক দোকান মালিক জসিম উদ্দিন বলেন, ‘আমি মোবাইল ও ইলেকট্রনিক মালামাল বিক্রয় করি। আমার দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট হয়েছে। আমি থানায় গিয়েছিলাম, পুলিশ এসে তদন্ত করে আলামত সংগ্রহ করেছে।’

মুদি দোকানি নয়ন তারা বলেন, ‘আমার দোকান থেকে চাল, সয়াবিন তেল, সাবানসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ছাড়া আমার পাশের এক কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে গেছে।’

এদিকে কয়েক দিন আগে হাউজিংয়ের বাসিন্দা আইনজীবী ইদ্রিস আলীর বাড়ির জানালার গ্রিল কেটে ২০ হাজার টাকার রড চুরি করা হয়। এ বিষয়ে ইদ্রিস আলী নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনা আমরা শুনেছি। একজন ভুক্তভোগী অভিযোগ নিয়ে এসেছেন। পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত