Ajker Patrika

কাঁটাতারের বেড়ায় ঝুঁকি বেড়েছে প্রধান সড়কে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ০৫
কাঁটাতারের বেড়ায় ঝুঁকি বেড়েছে প্রধান সড়কে

রোহিঙ্গা শিবিরে স্থাপিত কাঁটাতারের বেড়ার কারণে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের ফুটপাত দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারীদের পাশাপাশি যানবাহনগুলোও প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।

জানা গেছে, জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার শিবিরগুলোতে নতুন ও পুরোনো মিলিয়ে বাস করেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাঁদের চলাচল নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের শুরুর দিকে শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।

উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ১০ কিলোমিটার প্রধান সড়ক অংশে কাঁটাতারের বেড়া দেওয়ায় পুরো ফুটপাত দখল হয়ে গেছে। সড়ক দিয়ে যানবাহন চলাচল করলে পথচারীরা হাঁটার জায়গাও পান না। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশ ঘেঁষে চলে যাচ্ছে যানবাহনগুলো। এ সময় ফুটপাত ব্যবহারকারীদের খুব সাবধানে সড়কের পাশ দিয়ে চলাচল করতে দেখা যায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উখিয়া উপজেলার কার্যসহকারী আবদুল জলিল বলেন, ‘ফুটপাতে ভয়ংকরভাবে কাঁটাতার ও শেকল দেওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত