Ajker Patrika

পল্লি চিকিৎসকের বাড়িতে কৃষকের মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৪
পল্লি চিকিৎসকের বাড়িতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মদনে হারেছ মিয়া (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের বাড়িতে মারা যান তিনি। হারেছ মিয়া উপজেলার মাখনা গ্রামের মৃত পাতার আলীর ছেলে। ভুল চিকিৎসায় ওই কৃষকের মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজের আমন খেতে কীটনাশক স্প্রে করতে হাওরে যান কৃষক হারেছ মিয়া। পরে সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাঁকে নায়েকপুর গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান খানের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কৃষক হারেছ মিয়ার মুখে নল ঢুকিয়ে ওয়াশ করা চেষ্টা করেন পল্লি চিকিৎসক শাহজাহান খান।

এ সময় তাঁর পেটের ওপর পা দিয়ে একাধিকবার চাপ দিলে মুখ দিয়ে ভাত বের হয়। ভাতের সঙ্গে রক্ত বের হলে সেখানেই মারা যান হারেছ মিয়া। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু শাহা মৃত ঘোষণা করেন।

এ দিকে হারেছ মিয়ার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শাহজাহান খান একজন পল্লি চিকিৎসক। কিন্তু তিনি নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। তাঁর ‘ভুল চিকিৎসায়’ কৃষক হারেছ মিয়া মারা গেছেন। তাঁর বিরুদ্ধে এলাকায় ভুল চিকিৎসার অগণিত অভিযোগ রয়েছে বরে তাঁরা জানান।

নিহত কৃষক হারেছ মিয়ার স্ত্রী রওশন আক্তার বলেন, ‘আমার স্বামী ধান খেতে কীটনাশক দিতে সকালে হাওরে যায়। সেখান থেকে এসে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে নায়েকপুর গ্রামের শাহজাহান ডাক্তারের কাছে গেলে মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করা হয়। চিকিৎসক পেটের ওপর উঠে পা দিয়ে চাপ দিলে ভাত ও রক্ত বের হয় মুখ দিয়ে। তখন নাড়াচাড়া বন্ধ করে দিলে মদন হাসপাতালে নিয়ে আসি।’

মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হারেছ মিয়া মারা যান। পুলিশ বিষয়টি দেখবে।

এ বিষয়ে পল্লি চিকিৎসক শাহজাহান খান বলেন, ‘হারেছ মিয়ার মুখ দিয়ে নল ঢুকিয়ে ওয়াশ করেছি। পেট ভর্তি ভাত থাকায় পুরোপুরি নল ঢোকানো সম্ভব হয়নি। পা দিয়ে পেটে চাপ দেওয়ায় মুখ দিয়ে ভাত ও রক্ত বের হয়ে আসে। পরে মারা গেলে বাড়িতে নিয়ে যেতে বলি।’

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘হারেছ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানে হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...