Ajker Patrika

ছাত্রীকে বাল্যবিবাহ করা শিক্ষকের বহিষ্কার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ২৮
ছাত্রীকে বাল্যবিবাহ করা শিক্ষকের বহিষ্কার দাবি

পাটকেলাঘাটায় ঘরে স্ত্রী রেখে নিজ মাদ্রাসার ১০ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ করা শিক্ষক খায়রুল ইসলামের চাকুরি থেকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সামনে এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অভিভাবক আহছান উল্লাহ।

আজারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রউফ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অভিভাবক আনারুল মোল্লাহ, আব্দুল বিশ্বাস, জাহাঙ্গির আলম, সাবেক ইউপি সদস্য লাবলি বেগম, মোছা. জোহরা বেগম, ময়না বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধানদিয়া ইউনিয়নের মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম একই মাদ্রাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। শিক্ষককের এহেন অনৈতিক কর্মকান্ডে এলাকার সচেতন মহল বিক্ষুব্দ হয়ে ওঠে। একপর্যায়ে পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার পর ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করে।

তাঁরা আরও বলেন, অথচ বহিস্কার থাকা অবস্থায় প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকের সহযোগিতায় খায়রুল নিয়মিত প্রতিষ্ঠানের হাজিরা দিচ্ছেন। তার মতো শিক্ষক প্রতিষ্ঠানে থাকলে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় থাকবে। তাকে স্থায়ী বহিস্কার করা না হলে ছাত্রীদের প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে অন্যত্র ভর্তি করা হবে জানান বক্তারা।

বক্তারা অবিলম্বে ওই শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত