Ajker Patrika

আমনখেত আবার সজীব, খুশি চাষি

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩১
আমনখেত আবার সজীব, খুশি চাষি

ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার পানি নেমে গেছে। এতে আমন ধানের খেতগুলো আবার সজীব হয়ে উঠেছে। বর্তমানে বাতাসের তালে তালে দুলছে ধানগাছ।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ধান খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তাঁরা জানিয়েছেন, জমিতে পলি পড়ায় ধানগাছ বাড়ছে দ্রুত। কিছুদিন পর আসবে শিষ। বাড়ন্ত গাছ দেখে ভালো ফলনের আশা করা হচ্ছে।

উপজেলার মুশুদ্দি কামারপাড়া গ্রামের কৃষক আবদুল্লাহ-আল মামুন বলেন, পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন তিনি। বর্তমানের খেত দেখে মনটা খুশিতে ভরে উঠছে তাঁর।

দরিচন্দবাড়ী গ্রামের কৃষক ওয়াহেজ আলী ও সুরুজ আলী বলেন, গতবার ধানের ভালো দাম পাওয়ায় উপজেলার কৃষকেরা এবার আরও আগ্রহ নিয়ে ধানের চারা রোপণ করেছেন। এ বছরও তাঁরা ধানের ভালো ফলন ও দামের আশা করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ৯ হাজার ৫০০ একর জমিতে আমন ধান চাষ হয়েছে। অধিকাংশ জমিতে কৃষক উচ্চ ফলনশীল ধানের জাত চাষ করেছেন। কৃষকেরা আগাম ব্যবস্থা নেওয়ায় রোগবালাই ছড়িয়ে পড়েনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত