Ajker Patrika

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১২

সোনারগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ২০
শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১২

বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একজন সদস্য মারাত্মকভাবে আহত ও ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গত তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। তিন মাসের বেতন ভাতা বুধবার দুপুরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি মতো বেতন ভাতা পরিশোধ না করার কারণে বুধবার বিকেল সাড়ে ৪টায় কারখানার শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ওপর টায়ার আগুন ধরিয়ে দুটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে কাঁচপুর সেতুর দুপাশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অবরোধ চলাকালীন জেলা পুলিশ ও শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ সমঝোতা করার চেষ্টা করে। সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে ৫০ থেকে ৬০টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ পাল্টা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আধঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার পর সন্ধ্যা ৭টায় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের ইট পাটকেলের আঘাতে শিল্প পুলিশের কনস্টেবল সজীব মিয়া মারাত্মকভাবে আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা জানান, তাঁদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন দেওয়ার কথা বললেই মালিকপক্ষ টালবাহানা শুরু করেন। এ ছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বিমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকেরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক আব্দুর রহমান, আলেয়া বেগম ও সুমি আক্তার দাবি করেন, পুলিশের হামলায় আলী হোসেন, নুরু মিয়া, শ্যামলী আক্তার, নাজমা বেগম ও আলমগীর হোসেনসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ৫৩ রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...