Ajker Patrika

তিন ভাষায় এক ধারাবাহিক

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৯: ১৩
তিন ভাষায় এক ধারাবাহিক

মেয়ে জন্ম নিলেই বেশির ভাগের মনে প্রথম প্রশ্ন থাকে, মেয়ে কতটা রূপবতী হবে! বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের রং ফরসা হবে না কালো, তার কত ভালো চুল হবে, চোখ-মুখ বা আদল কতটা সুন্দর হবে, সেই চর্চা চলতে থাকে। এই সময়ে এসে যতই নারীর অধিকার নিয়ে গলা ফাটানো হোক না কেন, এই মানসিকতা খুব কি বদলেছে? এই প্রেক্ষাপটেই চলছে স্টার জলসার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’।

ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। স্টার জলসার নতুন এই সিরিয়াল প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছে। ‘দেশের মাটি’র পর এই সিরিয়ালে ফের মূল চরিত্রে দিব‍্যজ‍্যোতি দত্ত। নায়িকা চরিত্রে স্বস্তিকা ঘোষ নতুন মুখই বলা চলে। এর আগে দুটি সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে দুজনের পর্দার রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের। টিআরপি বাড়তেই হিন্দি সংস্করণও হাজির হয়ে গেল। হিন্দি সিরিয়ালটির নাম রাখা হয়েছে ‘ইয়ে ঝুঁকি ঝুঁকি সি নজর’। সেখানেও রয়েছে ফরসা ও শ‍্যামবর্ণা নায়িকার মধ‍্যে নায়কের জন‍্য দ্বন্দ্ব। হিন্দি সংস্করণে প্রধান মুখ হয়েছেন স্বাতী রাজপুত ও অঙ্কিত সিয়াচ। ৭ মার্চ থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্টার প্লাসের পর্দায় দেখা যাচ্ছে এই হিন্দি ধারাবাহিক। তবে রিমেক বলেই ‘অনুরাগের ছোঁয়া’র মতো এটিও যে একইভাবে জনপ্রিয় হবে, এমন কথা নেই। তাই দেখার বিষয়, ‘অনুরাগের ছোঁয়া’র মতোই হিট হতে পারে কি না।

তবে বাংলা ভাষায় প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ও কিন্তু রিমেকেরই ফসল। এটি আসলে তেলুগু সিরিয়াল ‘কার্তিক দীপম’-এর বাংলা রিমেক।

একই সময়ে একই গল্পে দুই ধারাবাহিক চললেও বাংলার স্বস্তিকা ঘোষ আছেন আলোচনায়। সাংস্কৃতিক পরিবারে জন্ম অভিনেত্রীর। ভরতনাট্যম শিখেছেন স্বস্তিকাও। স্বস্তিকা বলেন, ‘অনুরাগের ছোঁয়ায় লিড রোল পাওয়াটা আকস্মিক ছিল আমার জন্য। আমার আগে প্রায় ১৫-১৬ জন অডিশন দিয়েছিলেন। ভাগ্যবশত সুযোগটা আমি পেয়ে গেছি।’

স্বস্তিকা জানান, কলকাতা থেকে তাঁর বাড়ির দূরত্ব প্রায় ছয় ঘণ্টা। বাবার সঙ্গে অডিশন দিতে আসতেন কলকাতায়। এমনও অনেক দিন হয়েছে, বাড়ি ফিরতে না পেরে বাবার সঙ্গে স্টেশনেই রাত কাটিয়েছেন। এখন দেখছেন সফলতার মুখ। 

সিরিয়াল: অনুরাগের ছোঁয়া
চ্যানেল: স্টার জলসা
অভিনয়: দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ
প্রচার: রাত ১০টা (বাংলাদেশ সময়)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত