Ajker Patrika

গৌরীপুরে ৬০৯ জনের মনোনয়ন জমা

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ১০
গৌরীপুরে ৬০৯ জনের মনোনয়ন জমা

গৌরীপুরের ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ ও সদস্য পদে ৪০৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বেশির ভাগ ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। এবার ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে না থাকলেও দলটির নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

চেয়ারম্যান পদে মইলাকান্দা ইউপিতে ৪, গৌরীপুর ইউপিতে ৫, অচিন্তপুর ইউপিতে ৮, মাওহা ইউপিতে ৭, সহনাটি ইউপিতে ৯, বোকাইনগর ইউপিতে ৬, রামগোপালপুর ইউপিতে ৯, ডৌহাখলা ইউপিতে ৪, ভাংনামারী ইউপিতে ১০, সিধলা ইউপিতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রার্থিতা যাচাই-বাছাই ২৯ নভেম্বর। আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি করা হবে ৩-৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত