Ajker Patrika

প্রতীক বরাদ্দের আগেই সরগরম ভোটের মাঠ

জৈন্তাপুর প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ৪৮
Thumbnail image

সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি সারা দেশের ১৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সিলেট বিভাগের মধ্যে শুধু জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপিতে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। এই ইউপিতে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন।

২৩ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। তার আগেই নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকেরা। বসে নেই প্রার্থীরাও। তাঁরাও উঠান বৈঠক, পথসভা, বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশ, পাড়া-মহল্লার মসজিদের ওয়াজ মাহফিলে যোগ দিচ্ছেন। পাল্লা দিয়ে প্রচারে নেমেছেন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা।

উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, বাছাই শেষে নিজপাট ইউপি নির্বাচনে ৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন।

এ ইউপিতে ২১ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ১২ হাজার ৩৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬৩৬ জন নারী ভোটার রয়েছেন। নয়টি কেন্দ্রের ৭১টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন-মো. ইন্তাজ আলী (স্বতন্ত্র), আব্দুল মালিক পাখি (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (স্বতন্ত্র), মো. আব্দুল মতিন শাহীন (বাংলাদেশ আওয়ামী লীগ), আলীম উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ), মো. ইসলাম উদ্দিন (স্বতন্ত্র), মো. জালাল উদ্দিন লিটন (স্বতন্ত্র) ও মো. জসিম উদ্দিন (স্বতন্ত্র)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত