Ajker Patrika

অস্বাভাবিক সরকার চায় বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮: ৫০
অস্বাভাবিক সরকার চায় বিএনপি-জামায়াত

বিএনপি-জামায়াত জোট পাকিস্তানের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে অস্বাভাবিক সরকার গড়তে চায় বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতারা। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় তারা এমন দাবি করে বলেন, যেসব রাজনৈতিক দল বিএনপিসহ জামায়াত জঙ্গি-আলবদর-রাজাকার ও পাকিস্তানপন্থীদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনৈতিক অংশীদারত্ব করে, তাদের বর্জন করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে তাদের বিদায় দিতে হবে।

সভাপতির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টিকে আজ ইস্যু বানিয়েছে বিএনপি। অথচ গত দুই বছরে খালেদা জিয়ার মুক্তি চেয়ে তারা একটি পোস্টারও করেনি। কারণ এটা তাদের ইস্যু নয়। এখন তাদের মুরব্বি দেশের ইশারায় দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই বিএনপির এই হাঁকডাক।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি তাদের চেহারা পরিবর্তন করেনি। এখনো পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা জঙ্গিবাদ করে, অস্বাভাবিক সরকার করার পাঁয়তারা করছে। ৫০ বছরের অভিজ্ঞতা বলে, এই জঙ্গি-জামায়াতি চক্র মাফও চায়নি, বদলায়ওনি। উপরন্তু রাষ্ট্রের ওপর হামলার ছক আঁকছে। রাজাকার সাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সাবেক এই তথ্যমন্ত্রী আরও বলেন, যারা জঙ্গি ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রের ওপর হামলা আক্রমণ পরিচালনা করছে, ইসলাম বিক্রি করে ধর্মীয় উসকানি দিচ্ছে, তাদের কঠোরভাবে দমনই না নিষিদ্ধ করতে হবে এবং রাজনীতি থেকে চিরবিদায় দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিজয়ের ৫০ বছরে আমরা যখন সুবর্ণজয়ন্তী পালন করছি, তখন সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। এগুলো প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা শাণিত করতে হবে। কথার ফুলঝুরি নয়, রাষ্ট্র এবং সমাজজীবনের সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পঞ্চাশ বছরে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, যদি দেশে নেতিবাচক রাজনীতি বা সাংঘর্ষিক রাজনীতি না থাকত। এবং একই সঙ্গে গণতন্ত্র বারবার শিকলবন্দী না হতো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিতে এবং স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল অপশক্তি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত