Ajker Patrika

নতুন আহ্বায়ক কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ২৩
নতুন আহ্বায়ক কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি মিছিল হয়েছে। গত বুধবার সন্ধ্যায় একপক্ষ উপজেলার অরুয়াইল বাজারে আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে। অন্যদিকে আরেক পক্ষ অরুয়াইল বাজার থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার রাজাপুর পুরোনো চক বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলের খবর পেয়ে পুলিশ অরুয়াইল বাজারে সকাল থেকেই অবস্থান করছিল। সন্ধ্যার আগমুহূর্তে পুলিশ চলে যাওয়ার পর এক পক্ষ অরুয়াইল বাজারে আরেক পক্ষ রাজাপুর চক বাজারে মিছিল বের করে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নে ধারাবাহিকভাবে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয় উপজেলা আহ্বায়ক কমিটি। আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণার পর নতুন কমিটিতে কারা থাকছেন, কারা নেই, তা জেনে এক পক্ষ উল্লাস করে। আরেক পক্ষ হয় বিক্ষুব্ধ।

উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলামকে হাতে হ্যান্ডমাইক নিয়ে নতুন আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘মাজহার-এনাম কমিটি মানি না, মানব না’ বলে স্লোগান দিতে দেখা যায়।

উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু আজকের পত্রিকাকে বলেন, ‘কতিপয় আওয়ামীপন্থীরা অরুয়াইল আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অরুয়াইল থেকে তিন কিলোমিটার দূরে রাজাপুর চক বাজারে মিছিল করে। তাদের সঙ্গে দলীয় কোনো কর্মী ছিল না। দলীয় নেতা–কর্মীরা কমিটি পাওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে হাজারো কর্মী নিয়ে অরুয়াইল বাজারে আনন্দ মিছিল করে।’

অরুয়াইল ইউনিয়ন বিটের দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘোষণার পর অরুয়াইল বাজারে বিক্ষোভ মিছিল হবে শুনে আমরা সকাল থেকে অরুয়াইল বাজারে অবস্থান করি। আমরা থানায় রওনা দেওয়ার সময় এক পক্ষ অরুয়াইল বাজারে আনন্দ মিছিল বের করে। আরেক পক্ষ রাজাপুর চক বাজারে বিক্ষোভ মিছিল বের করেছে শুনে ওই জায়গায় যাওয়ার আগেই তারা মিছিল ভেঙে চলে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত