Ajker Patrika

পাভেলের সংগীতে কাজল দেওয়ান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাভেলের সংগীতে কাজল দেওয়ান

আট শিল্পীকে নিয়ে পাভেল অরিন শুরু করেছেন মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। ভালোবাসা দিবসে কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। এবার লিপ ডে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি প্রকাশ পেল সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধুরে’ গানটি। পাভেল অরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ানের উত্তরসূরি শিল্পী কাজল দেওয়ান।

কাজল দেওয়ান বলেন, ‘সাধক কবি জালাল উদ্দিন খাঁ অনেক ধরনের গান লিখেছেন। সুফিবাদের ওপরও তাঁর অনেক গান আছে। কিছু গান আমরা মঞ্চেও গেয়েছি। কিন্তু এবার যে গানটি গেয়েছি, তা সত্যিই অন্য মাত্রার গান। এমন আয়োজনে গাইতে পেরে খুবই ভালো লেগেছে।’

পাভেল অরিন বলেন, ‘গানটির কথায় আমি দারুণভাবে আলোড়িত হয়েছি। জীবন দিয়ে অনুভব করেছি, তাই এটি বেছে নেওয়া। শিল্পী কাজল দেওয়ান যখন গান করেন, তখন তিনি অত্যন্ত প্রাণবন্ত আর সততার সঙ্গে সুর উচ্চারণ করেন। তাই তাঁকে নিয়ে এ গানটি করা। তাঁর অন্যতম শক্তি, গানে তিনি দীর্ঘক্ষণ দম ধরে রাখতে পারেন। এমন ক্ষমতা এখন অনেক শিল্পীরই নেই।’

গানটিতে বাঁশি বাজিয়েছেন সোহাগ, ভায়োলিন পলাশ দেওয়ান ও ইয়ার হোসাইন। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল ও এ এম এম নওয়াজ শরীফ। মেন্ডোলিন বাজিয়েছেন রায়হান পারভেজ আখন্দ। পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত। পারকাশনে মো. সোহেল মিয়া ও এস কে সাগর খান। দোতারা বাজিয়েছেন আনন্দ শিকদার। টাইম জোন লিভিং রুম সেশন প্রযোজনা করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত