Ajker Patrika

দুর্গাপূজা আজ থেকে শুরু

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ২৩
দুর্গাপূজা আজ থেকে শুরু

আজ সোমবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। এ উপলক্ষে বরিশাল নগরীর ৪৪টি পূজামণ্ডপে সাজসাজ রব বইছে। আজ ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুরু হতে যাচ্ছে।

গতকাল রোববার সন্ধ্যায় নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশেই সব প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কেনাকাটাও চলছে নগরীর বিপণিবিতানগুলোতে।

বরিশাল মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি তমাল মালাকার বলেন, ‘করোনার কারণে নগরীর পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের প্রতিযোগিতা বা মেলার আয়োজন থাকবে না। সড়কেও আলোকসজ্জা হবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে নগরের ৪৪ পূজামণ্ডপ কমিটিকে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান গত বৃহস্পতিবার মহানগর পূজা কমিটির নেতাদের নিয়ে সভা করেন। এ সময় সব মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।’

জানা গেছে, বরিশাল জেলায় এবার ৬৩৪টি মন্দিরে উৎসব হচ্ছে। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সর্বাধিক ১৬১টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...