Ajker Patrika

আজ থেকে দেশে ‘ঘোস্টবাস্টার্স’

আজ থেকে দেশে ‘ঘোস্টবাস্টার্স’

আশির দশকের জনপ্রিয় ভৌতিক ঘরানার সিনেমা ‘ঘোস্টবাস্টার্স’। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর মুক্তি পায় সিনেমার চারটি পর্ব। ২০২১ সালে মুক্তি পায় ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’। তিন বছর পর গত মার্চে মুক্তি পায় ঘোস্টবাস্টার্স ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘ঘোস্টবাস্টার্স: ফ্রোজেন এম্পায়ার’।

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ঘোস্টবাস্টার্স: ফ্রোজেন এম্পায়ার।

মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। সনি পিকচার্স পরিবেশিত সিনেমাটি প্রথম তিন দিনেই ৪ কোটি ৫২ লাখ ডলারের বেশি আয় করে, যা প্রত্যাশার চেয়েও বেশি ছিল বলে দাবি সংশ্লিষ্টদের। এরই মধ্যে সিনেমাটির আয় ছাড়িয়েছে ১৬০ মিলিয়ন ডলার।

নতুন এ পর্বটি তৈরি হয়েছে ১৯০৪ সালের প্রেক্ষাপটে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের দমকলকর্মীরা একটি ক্লাবের ভেতরে ৩০ জনেরও বেশি লোককে হিমায়িত অবস্থায় দেখতে পায়। রহস্যজনকভাবে বেঁচে আছে কেবল একজন মহিলা। এখান থেকেই শুরু হয় সিনেমার গল্প। অতিপ্রাকৃতিক রহস্য আর কমেডির মিশেলে শেষ পর্যন্ত গল্পটা কোন দিকে মোড় নেয়, তা জানা যায় সিনেমার শেষাংশে।

আগের পর্বের মতো এ সিনেমায়ও আছেন পল রুড, ক্যারি কুন, ফিন উলফহার্ড, ম্যাকেনা গ্রেস, সেলেস্টে ওকনর, লোগান কিম, মারে, ড্যান আইক্রয়েড, আর্নি হাডসন, অ্যানি পোটস,  উইলিয়াম আথারটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত