Ajker Patrika

চামড়ার আসবাব

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৩: ৫১
চামড়ার আসবাব

বিভিন্ন উপকরণের আসবাবের চল থাকলেও চামড়ার আসবাবের কদর কমেনি এখনো। অফিস ছাড়া এখন এটি বাড়িতেও জায়গা করে নিয়েছে। এ ছাড়া চামড়ার জুয়েলারি বাক্স, বিন ব্যাগ, চেয়ারও তো থাকে। সেগুলোর কিন্তু যেনতেনভাবে যত্ন নিলে চলে না। আছে বিশেষ নিয়ম।

  • চামড়ার সোফায় দাগ লাগলে কড়া ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। খুবই কোমল তরল পরিষ্কারক ও স্পঞ্জ চামড়ার আসবাব পরিষ্কার করার জন্য আদর্শ। তবে বাজারে চামড়ার আসবাব পরিষ্কার করার জন্য বিভিন্ন স্প্রে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করাই ভালো।
  • যে জানালা দিয়ে সূর্যের আলো সরাসরি ঘরের ভেতরে প্রবেশ করে, সেই জানালার পাশে চামড়ার সোফা ও অন্যান্য আসবাব রাখা উচিত নয়। রান্নাঘরের আশপাশেও চামড়ার আসবাব রাখা ঠিক নয়। অতিরিক্ত গরমে চামড়ার আসবাবের স্থায়িত্ব কমে যায়। শুধু অতিরিক্ত তাপই নয়, অতিরিক্ত ঠান্ডায়ও এ ধরনের আসবাব নষ্ট হয়ে যায়।
  • চামড়ার আসবাবে যদি গ্রিজ বা তেল পড়ে তাহলে তার ওপরে ট্যালকম পাউডার বা বেকিং পাউডার ছড়িয়ে দিন। এই পাউডার তেল ও গিরিজ শুষে নেবে। পরিষ্কার করতে সহজ হবে এবং স্থায়ী দাগ পড়ার আশঙ্কা থাকবে না।
  • চামড়ার আসবাব রোজ সুতির পাতলা কাপড় দিয়ে একবার করে মুছে নিন। রোজ না মুছলে ধুলোবালি পড়ে ওপরে স্তর তৈরি হয়। এতে করে স্থায়ী দাগ হয়ে যেতে পারে। তবে ভেজা কাপড় দিয়ে চামড়ার আসবাব মোছা উচিত নয়। এতে আসবাবের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • খুব ভালো হয় চামড়ার সোফার ওপর পাতলা সুতির কাপড় দিয়ে কভার বানিয়ে নিলে। এতে করে রোজ ব্যবহারে আসবাব ক্ষতিগ্রস্ত হবে না।

সূত্র: এইচজিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত