Ajker Patrika

নবীগঞ্জে ২ ইটভাটার জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ৪৭
নবীগঞ্জে ২ ইটভাটার জরিমানা

নবীগঞ্জে বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স নামে দুটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কসবা এলাকায় অবস্থিত ওই দুই ইট ভাটায় সঠিক পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মোট ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত