Ajker Patrika

বাড়তি অংশ ভাঙল রাজউক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাড়তি অংশ ভাঙল রাজউক

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নির্মিত নকশাবহির্ভূত তিনটি বহুতল ভবনের কিছু অংশ ভেঙেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ভবন দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোনাল পরিচালক মুহাম্মদ ইয়াহ ইয়া খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড কর্মকর্তা শুভঙ্কর সুষ্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানা প্রমুখ।

অভিযানের বিষয়ে পরিদর্শক সোহেল রানা বলেন, ‘শহরের আমলাপাড়া এলাকায় নকশাবহির্ভূতভাবে শাহনাজ ভিলা ও বিআর টাওয়ার নামের দুটি ভবন নির্মাণ করা হয়। নকশার বাইরে থাকা অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ভবন দুটির মালিক আকবর হোসেন রনি ও রাজিয়া বেগমকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় আরেকটি নির্মাণাধীন ভবনের অতিরিক্ত অংশ ভেঙে দিয়েছি আমরা।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইয়াহ ইয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে রাজউকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জরিমানা ও ভবনের অতিরিক্ত অংশ ভাঙা হয়েছে। এই তিনটি ভবনের মালিক রাজউক থেকে অনুমতি নেওয়া নকশার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ করেছিলেন। সেগুলো আমরা ভেঙে দিয়েছি। ভবন নির্মাণে কোনো প্রকার অনিয়ম পেলে সেগুলো উচ্ছেদ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত