আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের ঘিওরের বড়টিয়া ইউনিয়নের বড়টিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছোট ছেলে শুকুর আলী (৩২)। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। কৃষিকাজ করে জোটাতেন নিজের লেখাপড়ার খরচ। শান্ত-শিষ্ট ছেলে হিসেবে গ্রামের সবাই তাঁকে আদর করতেন। তবে ১৫ বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারান তিনি। উপযুক্ত চিকিৎসাবঞ্চিত শুকুর ১০ বছর ধরে আছেন শিকলবন্দী।
শুকুরের মা মতি বেগম (৬০) অন্যের বাড়িতে কাজ করে তাঁর খাবার জোটান। টাকার অভাবে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে পারছেন না তিনি। এত অভাবের পরও শুকুরের মেলেনি প্রতিবন্ধী ভাতাসহ সরকারি কোনো সহযোগিতা।
সরেজমিন দেখা যায়, ভাঙাচোরা ছাপরা ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে শুকুরকে। ঘরের দুই পাশে বেড়া নেই। রোদ-বৃষ্টি কিংবা ঝড়ের দিনে এখানেই থাকতে হয় তাঁকে। কেউ ডাকলে সাড়া দেন শুকুর। তবে কথার উত্তর দিতে চান না। বাড়িতে
ছাপার সঙ্গেই লাগানো আরেকটি ঘরে মতি বেগম বাস করেন। খড়ের বেড়ার এই ঘরটিও জরাজীর্ণ। দরজা নেই। পুরোনো কাপড়ের টুকরা সেলাই করে বানানো হয়েছে ঘরের দরজা।
মতি বেগম বলেন, ‘আমার ছেলেটা অনেক ভালো ছিল। গ্রামের সবাই তাকে ভালো জানত। ছোটবেলায় ওর বাবা মারা গেছে। কৃষিকাজ করে নিজের লেখাপড়ার খরচ জোটাত। কিন্তু হঠাৎ করেই মাথা খারাপ হয়ে যায়। কী কারণে এমনটা হলো তা বলত পারব না।’
স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, উন্নত চিকিৎসা পেলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে পরিবারটির খুবই উপকার হতো।’
ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মানসিক রোগীর চিকিৎসায় সহযোগিতা দেওয়ার সুযোগ নেই। তবে তাঁর প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। উপজেলা প্রশাসন থেকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানান।
মানিকগঞ্জের ঘিওরের বড়টিয়া ইউনিয়নের বড়টিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছোট ছেলে শুকুর আলী (৩২)। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। কৃষিকাজ করে জোটাতেন নিজের লেখাপড়ার খরচ। শান্ত-শিষ্ট ছেলে হিসেবে গ্রামের সবাই তাঁকে আদর করতেন। তবে ১৫ বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারান তিনি। উপযুক্ত চিকিৎসাবঞ্চিত শুকুর ১০ বছর ধরে আছেন শিকলবন্দী।
শুকুরের মা মতি বেগম (৬০) অন্যের বাড়িতে কাজ করে তাঁর খাবার জোটান। টাকার অভাবে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে পারছেন না তিনি। এত অভাবের পরও শুকুরের মেলেনি প্রতিবন্ধী ভাতাসহ সরকারি কোনো সহযোগিতা।
সরেজমিন দেখা যায়, ভাঙাচোরা ছাপরা ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে শুকুরকে। ঘরের দুই পাশে বেড়া নেই। রোদ-বৃষ্টি কিংবা ঝড়ের দিনে এখানেই থাকতে হয় তাঁকে। কেউ ডাকলে সাড়া দেন শুকুর। তবে কথার উত্তর দিতে চান না। বাড়িতে
ছাপার সঙ্গেই লাগানো আরেকটি ঘরে মতি বেগম বাস করেন। খড়ের বেড়ার এই ঘরটিও জরাজীর্ণ। দরজা নেই। পুরোনো কাপড়ের টুকরা সেলাই করে বানানো হয়েছে ঘরের দরজা।
মতি বেগম বলেন, ‘আমার ছেলেটা অনেক ভালো ছিল। গ্রামের সবাই তাকে ভালো জানত। ছোটবেলায় ওর বাবা মারা গেছে। কৃষিকাজ করে নিজের লেখাপড়ার খরচ জোটাত। কিন্তু হঠাৎ করেই মাথা খারাপ হয়ে যায়। কী কারণে এমনটা হলো তা বলত পারব না।’
স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, উন্নত চিকিৎসা পেলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার দায়িত্ব নেয়, তাহলে পরিবারটির খুবই উপকার হতো।’
ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মানসিক রোগীর চিকিৎসায় সহযোগিতা দেওয়ার সুযোগ নেই। তবে তাঁর প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। উপজেলা প্রশাসন থেকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪