Ajker Patrika

কর বাড়বে না বাড়বে আওতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
কর বাড়বে না বাড়বে আওতা

নগরবাসীর ওপর কোনো কর বাড়ানো হবে না, তবে করের আওতা বাড়ানো হবে বলেন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাস এলাকায় অস্থায়ী নগর ভবনে সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন। চসিকের বিভিন্ন স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত পর্যালোচনার লক্ষ্যে এর আয়োজন করা হয়। সভায় মেয়র বাজার মনিটরিং, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

চসিক মেয়র বলেন, ‘গৃহকর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আপনারা (নগরবাসী) বিভ্রান্ত না হবেন না। আপনাদের ওপর কোনো কর বাড়ানো হবে না। শুধু করের আওতা বাড়ানো হবে। সর্বশেষ গৃহকর পুনর্মূল্যায়নে অসংগতি আপিল করলে তাদের জন্য সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে।’

মেয়র রেজাউল করিম বলেন, রমজানে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে এ জন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। নগরীর বাজারগুলো নিয়মিত তদারকির মাধ্যমে মূল্যতালিকা প্রদর্শন ও মানহীন পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া বাজারগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় অবৈধ বাজার উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাতে বাজার বসা বন্ধের উদ্যোগ নিতে নির্দেশনা প্রদান করেন তিনি।

নগরে অনুমোদনহীন যাত্রীছাউনি ও বিলবোর্ড স্থাপনের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে মেয়র বলেন, সৌন্দর্যবর্ধনে চসিকের সঙ্গে চুক্তি মোতাবেক কাজ সম্পন্ন না করায় ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। বাকি প্রতিষ্ঠাগুলো চুক্তি মোতাবেক কাজ করছে কি না সে ব্যাপারে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

মেয়র আরও বলেন, অমর একুশে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নগরীতে বইমেলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, মো. আব্দুল মান্নান, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো. সলিমুল্লাহ বাচ্চু, আতাউল্লাহ চৌধুরী, মো. মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, মো. জহুরুল আলম জসিম, আবদুল বারেক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত