Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ১৭
স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউনিয়ন) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হক আকন্দ। স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দকে তিনি এ হুমকি দিয়েছেন। ইতিমধ্যে এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া বাজারে এক পথসভার আয়োজন করেন নৌকার প্রার্থী নুরুল হক আকন্দের কর্মীরা। এ সময় কর্মী-সমর্থদের উদ্দেশে তিনি বলেন, ‘এ প্রহলাদপুর ইউনিয়নের ২৭ গ্রামের কোথাও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোস্টার লাগাতে দেওয়া হবে না। নির্বাচনী কার্যক্রমের জন্য কোনো গ্রামেও ঢুকতে দেওয়া হবে না।’

নুরুল হক আকন্দ বলেন, ‘যদি কোথাও স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানো হয়, তাহলে ছিঁড়ে ফেলতে হবে। যদি আপনারা না পারেন, আমাকে বলবেন। তাঁদের কোনো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’

এ বিষয়ে আবু সাঈদ আকন্দ বলেন, ‘অনেক বেশি চাপে আছি। এরই মধ্যে আমার একাধিক নেতা-কর্মীকে নৌকার প্রার্থীর লোকজন মারধর করেছে। হুমকি দিচ্ছে নির্বাচন কার্যক্রম বন্ধ রাখতে।’

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান বলেন, ‘এমন একটি বক্তব্যের বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ওই প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছি। তিনি নির্বাচনবিধির ১৮ ধারা লঙ্ঘন করেছেন। উপযুক্ত জবাব না পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত