Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বছর অনুপস্থিত দুই চিকিৎসক

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৮
Thumbnail image

আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে দশ বছর ধরে অনুপস্থিত রয়েছেন দুই চিকিৎসক। তাঁদের অনুপস্থিতির কারণে এ উপজেলার স্বাস্থ্য সেবা এখন বেহাল হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক ২০১৭ সালের ১ জুলাই চিকিৎসক হিসেবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। মাত্র ৫ মাস কর্মস্থলে থাকার পর ২০১১ সালের ৪ জানুয়ারি থেকে ১০ বছর ধরে অনুপস্থিত রয়েছেন তিনি।

এ ছাড়া সোমা হালদার ২০১৪ সালের ৮ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ১ বছর কর্মস্থলে থাকার পর ২০১৫ সালের ৫ নভেম্বর থেকে ৬ বছর ধরে অনুপস্থিত রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, দুই চিকিৎসককে একাধিকবার কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। তাঁরা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি। তাঁদের দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত