Ajker Patrika

ইজিবাইকচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৫: ৪২
ইজিবাইকচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন

ইজিবাইক চালককে খুন করে মাটিচাপা দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা-পুলিশ। কিশোর গ্যাং নেতা আলহাম তালুকদারের (১৯) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে এ রহস্যের সমাধান হয়েছে। সে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. জাকির তালুকদারের ছেলে।

এর আগে খুলনার সেনেরবাজার বাসস্ট্যান্ডে থাকা সিসি টিভির ফুটেজ দেখে গত মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাতখরচের টাকা জোগাড় করতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই করেছিল বলে উপজেলার কলাবাড়িয়া গ্রামে সদ্য গড়ে ওঠা ওই কিশোর গ্যাং পুলিশকে জানিয়েছে।

গত মঙ্গলবার দুপুরে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার আশুলিয়া থানার ভাটাইল গ্রাম থেকে আলহাম ওরফে শামীম তালুকদারকে গ্রেপ্তার করে। গত বুধবার বিকেলে সে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে খুনের বিস্তারিত ঘটনা প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, খুলনা জেলার রূপসা উপজেলার মো. ইসলাম শেখের ছেলে রাজু শেখ (২২) খুলনার সেনের বাজার-তেরখাদা সড়কসহ আশপাশের এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ওই ঘটনায় গত ১ অক্টোবর তাঁর স্ত্রী মুসলিমা বেগম রূপসা থাকায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রাজুর সন্ধান চেয়ে এলাকায় পোস্টারিং ও মাইকিং করা হয়।

কিন্তু ঘটনার দু-তিন দিন পরও সন্ধান না পেয়ে রাজুর স্বজনেরা গত ৩ অক্টোবর কালিয়া-তেরখাদা সড়কসহ আশপাশের সড়কগুলোর পাশের ঝোপঝাড়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা ওই দিন দুপুরে উপজেলার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের পাশে কলাবাড়িয়া গ্রামের একটি ধানখেতের ডোবায় একটি স্যান্ডেল ভাসতে দেখেন। স্যান্ডেলের সূত্র ধরে ডোবার অদূরে একটি তালগাছের বাগানে ঝোপের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে মাটিচাপা অবস্থায় রাজুর মরদেহের সন্ধান পেয়ে নড়াগাতি থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ওই দিন সন্ধ্যা ৬টার দিকে মাটি খুঁড়ে রাজুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গত ৫ অক্টোবর সকালে নিহতের বাবা মো. ইসলাম শেখ বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেছেন, ইজিবাইকচালককে খুন করে ছিনতাইয়ের ঘটনার মূল নায়কসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণসহ খুনিদের শনাক্ত করা হয়েছে। পলাতক খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত