Ajker Patrika

মোহাম্মদপুরে পোশাকশ্রমিক খুন

আল-আমিন রাজু, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ০৭
মোহাম্মদপুরে পোশাকশ্রমিক খুন

মোহাম্মদপুরে পোশাকশ্রমিক আয়েশা সিদ্দিকি (২২) হত্যার রহস্য এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে আটক সেকুল পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী অনেক টাকা আত্মসাৎ করে সংসার ছেড়ে গেছেন। এখন আবার সংসারে ফিরবেন বলে আরও এক লাখ টাকা চাইছেন। এ কারণে তিনি ক্ষিপ্ত হয়ে বোরকা পরা আয়েশাকেই স্ত্রী মনে করে ছুরিকাঘাত করেছেন।

শুক্রবার সকালের ঘটনার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। তাতেও আয়েশাকে মারার কারণ হিসেবে সেকুল জানান, ‘তিনি ওই নারীকে চেনেন না। টাকার জন্য মেরেছেন।’

আজকের পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, সেকুল পেশায় ট্রাকের হেলপার। গাবতলী এলাকায় রাতে মাটির ট্রাকে কাজ করতেন। আর দিনে মোহাম্মদপুরের নবোদয় এলাকার বেড়িবাঁধের পাশের একটি রিকশার গ্যারেজে চালকদের সঙ্গে ঘুমাতেন। ওই রিকশা গ্যারেজের মালিক শিরিন আক্তার। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। একই এলাকায় বাড়ি সেকুলের। পূর্বপরিচয়ের সূত্র ধরে সেখানে থাকতেন সেকুল। শিরিনকে ফুফু ডাকতেন। গ্যারেজে গিয়ে শিরিনকে পাওয়া যায়নি।

গ্যারেজের রিকশা চালকেরা জানিয়েছেন, শিরিনের এক আত্মীয় হাসপাতালে ভর্তি, তিনি শনিবার সকালে সেখানে গেছেন। দীর্ঘদিন ধরে শিরিনের গ্যারেজের রিকশা চালান আশরাফুল ইসলাম। তিনি বলেন, সেকুল তেমন কারও সঙ্গে মিশত না। একা একা থাকত। প্রায়ই রাত ৩-8টার দিকে বাসায় আসত।

আশরাফুল আরও জানান, গ্যারেজে সেকুল অনেক দিন ধরে থাকেন। তবে তাঁর বউ ছিল তা জানেন না। অনেক দিন আগে সেকুল বলেছিলেন, এক মেয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তাঁর অনেক টাকা-পয়সা আত্মসাৎ করেছে। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সেকুলকে মোবাইলে কথা বলতে দেখেন। এরপর শুক্রবার সকালে শোনেন, তিনি নাকি এক মেয়েকে ছুরি মেরেছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সেকুলকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেকুল জানিয়েছেন, অনেক টাকা আত্মসাৎ করে তাঁর স্ত্রী সংসার ছেড়ে চলে গেছেন। এখন আবার সংসারে ফিরবেন বলে আরও এক লাখ টাকা চাইছেন। এ কারণে তিনি ক্ষিপ্ত ছিলেন। নিহত আয়েশার বোরকার কালারের সঙ্গে তাঁর স্ত্রীর বোরকার মিল দেখে তাঁকেই স্ত্রী মনে করে এ কাজ করেছেন। সেকুলের বক্তব্য কতটা সঠিক, তা তদন্ত করতে তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে বলে জানায় পুলিশ।  ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে।

এদিকে গতকাল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডে আয়েশার বাসায় গিয়ে দেখা যায়, বড় বোন শিল্পী বেগম বিলাপ করছেন। তিনি বলেন, ‘বোনের জন্য পোলাও আর মাংস রান্না করে রাখলাম। বোনটা আমার খেতে পারল না।’

বড় বোন শিল্পী বেগম জানান, ভাড়া বাসায় থাকলেও তাঁদের কাছে খাওয়া-দাওয়া করতেন। ১৫ দিন আগে নিজেরা আলাদা রান্না করে খাওয়া শুরু করেন। পাঁচ বোন আর এক ভাই আয়েশারা। ছোট বোন ও ভাইকে নিয়ে আয়েশার মা-বাবা দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুরের গ্রামে থাকেন। আর এক বোন স্বামীর সঙ্গে পাবনায় থাকেন। কিছুদিন আগে আয়েশার ছোট বোন গ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসেন। সেই উপলক্ষে গত শুক্রবার ঢাকায় থাকা চার বোনের একসঙ্গে শুক্রবার দুপুরে খাওয়ার কথা ছিল।

তিনি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত পোলাও ও মুরগির মাংস রান্না করেছেন। কথা ছিল, দুপুরে অফিস থেকে ফিরে চার বোন একসঙ্গে খাবেন। কিন্তু শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পান, তাঁর ছোট বোনকে কেউ ছুড়ি মেরেছে। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, আদরের ছোট বোনের শরীরজুড়ে আঘাতের চিহ্ন।

বোন আয়েশা অপারেশন রুমে যাওয়ার আগে তাঁকে বলেছিলেন, ‘আপা আমি সুস্থ হয়ে যাব।’ এর কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যুসংবাদ দেওয়া হয়, কথাগুলো বলছিলেন আর আহাজারি করছিলেন শিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত