নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার এই কর্মসূচি ঘিরে গাইবান্ধা, যশোরের মনিরামপুরসহ বেশ কিছু স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।
এদিন দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গাইবান্ধা জেলা যুবদল। মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে শুরু হয় পুলিশের লাঠিপেটা। এ সময় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোনো স্বৈরাচারী শাসক দমিয়ে রাখতে পারবে না।
বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে যশোরের মনিরামপুরে পৃথক হামলার ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার চিনাটোলা ও বাকোশপোল বাজারে এসব হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছি আমরা। বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু চিনাটোলা ও বাকোশপোল বাজারে কর্মসূচি পালনকালে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় আলমগীর হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, মইন উদ্দিন, হানিফা রায়হান, রাশেদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।’
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মনিরামপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।
এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তামাশাও শুরু করেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না তারা। তাই তারা উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি জড়িত—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের জমানায় বিএনপি যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) সরকারে কেন আছে? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক। এ ধরনের কথা বলার অর্থ হলো তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগেও এদিন রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার এই কর্মসূচি ঘিরে গাইবান্ধা, যশোরের মনিরামপুরসহ বেশ কিছু স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।
এদিন দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গাইবান্ধা জেলা যুবদল। মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে শুরু হয় পুলিশের লাঠিপেটা। এ সময় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোনো স্বৈরাচারী শাসক দমিয়ে রাখতে পারবে না।
বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে যশোরের মনিরামপুরে পৃথক হামলার ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার চিনাটোলা ও বাকোশপোল বাজারে এসব হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছি আমরা। বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু চিনাটোলা ও বাকোশপোল বাজারে কর্মসূচি পালনকালে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় আলমগীর হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, মইন উদ্দিন, হানিফা রায়হান, রাশেদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।’
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মনিরামপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।
এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তামাশাও শুরু করেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না তারা। তাই তারা উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি জড়িত—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের জমানায় বিএনপি যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) সরকারে কেন আছে? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক। এ ধরনের কথা বলার অর্থ হলো তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগেও এদিন রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫