Ajker Patrika

র‍্যাবের সোর্স হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কেরানীগঞ্জ
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩০
র‍্যাবের সোর্স হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কেরানীগঞ্জের আলোচিত র‍্যাবের সোর্স আলমগীর (২৪) হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা থানা থেকে তাঁকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থান-পুলিশ। আনোয়ার পটুয়াখালীর বাউফল থানার হোসনাদাব গ্রামের আলী মুন্সির ছেলে।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবজাল। তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে আলমগীর হোসেনকে উপজেলার চড়াইল আবু সাঈদের রিকশার গ্যারেজের সামনে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যান। পরে নিহতের বড় ভাই জুয়েল হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআই বলেন, আলমগীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তর পাড়ার হাবিবনগরের ভাড়াটিয়া ছিলেন। তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি মাদক ব্যবসা করতেন। আলমগীর হত্যা মামলায় পিচ্চি বাবু, কাউয়া লিটন ও সবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই আবজাল বলেন, এ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, আলমগীরসহ তারা সকলে একইসঙ্গে মাদকের ব্যবসা করতেন। কোনো কারণে তাদের মাঝে মতবিরোধ দেখা দিলে নিহত আলমগীর তার চার সহযোগী আনোয়ার, বাবু, লিটন ও সবর আলীকে র‍্যাবে ধরিয়ে দেয়। তারা জেল থেকে বের হয়ে মাদকের কথা বলে আলমগীরকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এসআই বলেন, চার হত্যাকারীর তিনজনকে গ্রেপ্তার করা গেলেও মূল পরিকল্পনাকারী আনোয়ারকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশের আপ্রাণ চেষ্টায় হত্যায় সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তার করা গেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত