Ajker Patrika

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১: ২৯
বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। দিনের বড় একটা সময়ে কারফিউ শিথিল থাকছে। সাধারণ ছুটি শেষে জনজীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুত স্থবিরতা কাটতে পারে দেশের ক্রীড়াঙ্গনেরও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কদিনে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে খবর ছড়িয়েছে পুরো বিশ্বে। বাংলাদেশে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কলম্বোয় আইসিসির সভায়ও।

ভারতের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে আইসিসির এক সূত্র বলেছে, ‘আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো বেশ দেরি। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে।’ ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ইস্যুটি সভার আলোচ্য সূচিতে না থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সভায় অংশ নেওয়া বিসিবির নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
গত মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বেশ ঘটা করে ঘোষণা করা হয় ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর, ফাইনাল ২০ অক্টোবর। মিরপুর ও সিলেটে হবে টুর্নামেন্টের মোট ২৩টি ম্যাচ। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে সামনে আরও দুই মাস পাচ্ছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে টুর্নামেন্ট ঠিকঠাক আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি।

আইসিসির গভীর পর্যবেক্ষণ নিয়ে কলম্বোয় উপস্থিত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে ফোনে যোগাযোগ করা হলে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিসিবির পরিচালক ও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল ফোনে আজকের পত্রিকাকে বললেন, ‘আমি এসব নিয়ে শুনিনি। তবে আশঙ্কার কিছু নেই।’ 

কেন আশঙ্কার কিছু নেই, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নাদেল, ‘পরিবেশ-পরিস্থিতি যেটা ছিল, সেটা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গেছে। আইসিসি যেহেতু আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক দল, অফিশিয়াল ও খেলোয়াড়েরা এখানে আসবে। নিরাপত্তা প্রসঙ্গে তাদের সভায় আলোচনা হতেই পারে। কিন্তু পরিস্থিতি এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। অতীতেও রাজনৈতিক অস্থিরতা, কোভিডের মধ্যে আমরা ভালোভাবে খেলা আয়োজন করেছি। সফলভাবেই করেছি। আমি মনে করি, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে আমাদের পরিস্থিতি নিয়ে বাইরে আলোচনা হতেই পারে, যদিও আমি এ ব্যাপারে জানি না। এটা নিয়ে মনে হয় না, আশঙ্কার কিছু আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত