Ajker Patrika

ভাঙা পা নিয়েই অটো চালাচ্ছেন মিজানুর

বানারীপাড়া প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১০: ৩৯
ভাঙা পা নিয়েই অটো চালাচ্ছেন মিজানুর

দুর্ঘটনায় পা ভেঙে গেছে বানারীপাড়ার অটোচালক মো. মিজানুর রহমানের। ডাক্তারের পরামর্শনুযায়ী এখন তাঁর বিশ্রামে থাকার কথা। কিন্তু তাঁকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে নামতে হয়েছে রাস্তায়। বানারীপাড়া ফেরিঘাটের পাশে দেখা মেলে পায়ে ব্যান্ডেজ মোড়া অটোরিকশা চালক মিজানুর রহমানের সঙ্গে। নিজের অটোরিকশায় যাত্রী ওঠানোর জন্য আকুতি জানাচ্ছিলেন তখন তিনি।

আলাপ করতেই জানা গেল, বানারীপাড়া ৪ নম্বর ওয়ার্ডে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করেন তিনি। গত ফেব্রুয়ারিতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটা ঘটে। বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে তাৎক্ষণিক নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পায়ের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক তিন মাসেরও বেশি বিশ্রাম থাকতে বলেছেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পেটের দায়ে দেড় মাসের মাথায়ই ভাঙা পা নিয়ে অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে হলো মিজানুরকে।’ মিজান জানান এ পর্যন্ত ভাঙা পায়ের পেছনে ধারদেনা করে ৮০ হাজার টাকা চলে গেছে। এখন পরিবারের অন্ন জোগাড় ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই একপর্যায়ে মিজান রাস্তায় নেমে পড়েন তার অটোরিকশা নিয়ে।

মিজান বলেন, ‘আমার ছেলে বরিশাল বিএম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়ে আর মেয়ে বানারীপাড়া কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ে। ওদের পড়াশোনার খরচ ও সংসার চালাতে বিশ্রামের দিকে না তাকিয়ে আমাকে নামতে হয়েছে রাস্তায়। তবে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের কাছ থেকে ৫ হাজার টাকা ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমাদ্দারের কাছ থেকে ১ হাজার টাকা পেয়েছি। বিত্তবানদের কাছে আমার প্রতি একটু সদয় হওয়ার আবেদন জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত