Ajker Patrika

কান উৎসবের লক্ষ্যে ‘প্যাসেঞ্জার’

কান উৎসবের লক্ষ্যে ‘প্যাসেঞ্জার’

দেশের পাশাপাশি সারা বিশ্বে বেড়েছে বাংলাদেশের সিনেমা মুক্তি। বেড়েছে নানা উৎসবে অংশগ্রহণ। এরই মধ্যে কান ও বার্লিনের মতো উৎসবের পাশাপাশি সারা বিশ্বের নানা উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা। তাই বদলে যচ্ছে সিনেমা নির্মাণের সমীকরণটাও। এখন উৎসব টার্গেট করেও তৈরি হচ্ছে সিনেমা। যেমন ‘প্যাসেঞ্জার’। আগামী কান উৎসবকে টার্গেট করেই ইভান মনোয়ার তৈরি করলেন সিনেমাটি। আর প্রযোজক হিসেবে পাশে দাঁড়ালেন মডেল ও অভিনেতা অন্তু করিম।

বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে বড় উৎসবটির নাম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহর প্রতিবছর এই উৎসবে জমজমাট হয়ে ওঠে। সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক আর অভিনয়শিল্পীরা অংশ নেন উৎসবে। বাংলাদেশ থেকেও কানে অংশগ্রহণ বেড়েছে সম্প্রতি। ‘প্যাসেঞ্জার’ সিনেমার মূল টার্গেট তাই কান উৎসব। তবে এর পাশাপাশি অন্যান্য উৎসবেও অংশ নিতে চান প্রযোজক ও নির্মাতা।

‘প্যাসেঞ্জার’ মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইভান মনোয়ারের নির্দেশনায় এতে অভিনয় করেছেন মীর রাব্বি, সাদিয়া আফরিন মাহি, আনোয়ার প্রমুখ। প্রযোজনায় অন্তু করিমের পেন্টাগন ফিল্মস। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিনেমার শুটিং হয়েছে রাজধানীর আনন্দ ও ছন্দ সিনেমা হল, খিলক্ষেত বাসস্টপেজ, কুড়িল বিশ্বরোড, টিকাটুলীসহ ঢাকার বিভিন্ন জায়গায়। টাইটেল গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। আপেল মাহমুদ এমিলের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আনিকা।

নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘প্রেম, রোমান্স, সাসপেন্স আর থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে প্যাসেঞ্জার। আমাদের মূল লক্ষ্য কান উৎসব। এরপর আরও কিছু উৎসবে অংশ নেওয়া শেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

প্রযোজক অন্তু করিম বলেন, ‘প্যাসেঞ্জার টিমের সবার স্পিড আমার ভালো লেগেছে। মনে হয়েছে শর্টফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করবে। তাই অনেক দিন পর আবারও প্রযোজনায় ফিরলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত