Ajker Patrika

দুই দশক পর দ্বৈত গানে ইমন-আঁখি

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮: ৫৪
দুই দশক পর দ্বৈত গানে ইমন-আঁখি

প্রায় দুই দশক পর দ্বৈত গান নিয়ে আসছেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। ইমনের সুর ও সংগীতে আঁখি আলমগীরকে পাওয়া গেলেও দ্বৈত কণ্ঠের গানে পাওয়া যাচ্ছিল না তাঁদের। অবশেষে দুই দশকের বিরতি কাটিয়ে দ্বৈত গান নিয়ে ফিরছেন দুই বন্ধু। গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। আশিক মাহমুদের লেখা গানটির সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। শিথিল রহমানের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন আঁখি-ইমন নিজেরাই।

শওকত আলী ইমন বলেন, ‘আমরা একসঙ্গে এর আগেও বেশ কিছু গান করেছি। সেগুলো শ্রোতারা ভালোভাবে নিয়েছেন। এবারও চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেওয়ার। রোমান্টিক ধাঁচের গানটি ভালো লাগবে শ্রোতাদের।’

আঁখি আলমগীর বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। ইমন একদিন আমাকে গানটি পাঠিয়ে বলল, গানটি গাইবি? গানটি শুনেই মুগ্ধ হয়েছি, ইমনকে হ্যাঁ বলেছি। পরে ইমনই বলল, গানটি আমরা ডুয়েট গাইব এবং ভিডিওতে নিজেরাই পারফর্ম করব। আমার বিশ্বাস ভক্তরা নিরাশ হবেন না।’

৩১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কফির পেয়ালা গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত