শিরোপা লড়াইটা শেষ দিনে নিতে লিভারপুলকে জিততেই হতো সাউদাম্পটনের বিপক্ষে। তবে পরশু রাতে শুরুর একাদশে ৯ পরিবর্তন দেখে হতাশ হয়ে পড়েছিলেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ লড়াইয়ে টিকে থাকার আশাও ছেড়ে দেন। সেসব সমর্থকদের আশঙ্কা আরও বাড়ে ১৩ মিনিটে লিভারপুল গোল খেয়ে বসলে।
লিভারপুল গোল খাওয়ার পর হয়তো নড়েচড়ে বসেছিলেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও। এই ম্যাচে লিভারপুলের পয়েন্ট হারানো মানেই যে তাঁদের নিশ্চিত শিরোপা। তবে সিটি সমর্থকদের সেই আশায় পানি ঢেলে দেন লিভারপুল ফরোয়ার্ড থাকুমি মিনামিনো। ২৭ মিনিটে ‘অল রেড’দের সমতায় ফেরান এই জাপানি তারকা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও শিরোপা জয়ের ধারায় ছিল সিটি, অপেক্ষা ছিল লিভারপুলের আর কোনো গোল না করার। তবে ৬৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিরোপার মীমাংসাকে শেষ দিনে নিয়ে যান লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপ। ব্যবধান অবশ্য আরও বাড়াতে পারত লিভারপুল। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সেই গোল পাওয়া হয়নি অ্যানফিল্ডের দলটির।
এখন শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হচ্ছে না। তাকিয়ে থাকতে হবে সিটির পয়েন্ট হারানোর দিকেও। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে লিভারপুল বস ক্লপ বলেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না। চেষ্টা করে দেখতে পারি। যদি কেউ আমাদের চ্যাম্পিয়ন দেখতে চায়, তাহলে আগে উলভসকে হারাতে হবে। আর সিটির মাঠে অ্যাস্টন ভিলাকে পয়েন্ট পেতে হবে। এই মুহূর্তে এমনটা অবাস্তব মনে হলেও অসম্ভব নয়।’ লিভারপুলকে আশা দেখাতে পারেন নিজেদের ঘরের ছেলে কিংবদন্তি স্টিভেন জেরার্ড। তিনিই যে সিটির শেষ ম্যাচের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কোচ। নিজের সময়ে কখনো প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাঁর। তবে ভিন্নভাবে লিভারপুলের শিরোপা জয়ে অবদান রাখার সুযোগ আছে জেরার্ডের। এখন জেরার্ড-শিষ্যরা সিটিকে রুখতে পারে কি না, দেখার অপেক্ষা।
শিরোপা লড়াইটা শেষ দিনে নিতে লিভারপুলকে জিততেই হতো সাউদাম্পটনের বিপক্ষে। তবে পরশু রাতে শুরুর একাদশে ৯ পরিবর্তন দেখে হতাশ হয়ে পড়েছিলেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ লড়াইয়ে টিকে থাকার আশাও ছেড়ে দেন। সেসব সমর্থকদের আশঙ্কা আরও বাড়ে ১৩ মিনিটে লিভারপুল গোল খেয়ে বসলে।
লিভারপুল গোল খাওয়ার পর হয়তো নড়েচড়ে বসেছিলেন ম্যানচেস্টার সিটির সমর্থকেরাও। এই ম্যাচে লিভারপুলের পয়েন্ট হারানো মানেই যে তাঁদের নিশ্চিত শিরোপা। তবে সিটি সমর্থকদের সেই আশায় পানি ঢেলে দেন লিভারপুল ফরোয়ার্ড থাকুমি মিনামিনো। ২৭ মিনিটে ‘অল রেড’দের সমতায় ফেরান এই জাপানি তারকা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও শিরোপা জয়ের ধারায় ছিল সিটি, অপেক্ষা ছিল লিভারপুলের আর কোনো গোল না করার। তবে ৬৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিরোপার মীমাংসাকে শেষ দিনে নিয়ে যান লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপ। ব্যবধান অবশ্য আরও বাড়াতে পারত লিভারপুল। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সেই গোল পাওয়া হয়নি অ্যানফিল্ডের দলটির।
এখন শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হচ্ছে না। তাকিয়ে থাকতে হবে সিটির পয়েন্ট হারানোর দিকেও। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে লিভারপুল বস ক্লপ বলেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না। চেষ্টা করে দেখতে পারি। যদি কেউ আমাদের চ্যাম্পিয়ন দেখতে চায়, তাহলে আগে উলভসকে হারাতে হবে। আর সিটির মাঠে অ্যাস্টন ভিলাকে পয়েন্ট পেতে হবে। এই মুহূর্তে এমনটা অবাস্তব মনে হলেও অসম্ভব নয়।’ লিভারপুলকে আশা দেখাতে পারেন নিজেদের ঘরের ছেলে কিংবদন্তি স্টিভেন জেরার্ড। তিনিই যে সিটির শেষ ম্যাচের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কোচ। নিজের সময়ে কখনো প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাঁর। তবে ভিন্নভাবে লিভারপুলের শিরোপা জয়ে অবদান রাখার সুযোগ আছে জেরার্ডের। এখন জেরার্ড-শিষ্যরা সিটিকে রুখতে পারে কি না, দেখার অপেক্ষা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪