Ajker Patrika

অনুস্বরের চার নাটকের ৯ প্রদর্শনী

অনুস্বরের চার নাটকের ৯ প্রদর্শনী

বছরের শুরু থেকেই মঞ্চে ব্যস্ত সময় পার করছে নাট্যদলগুলো। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসজুড়ে চার নাটকের ৯টি প্রদর্শনী করবে নাট্যদল অনুস্বর। নাটকগুলো হলো ‘হার্মাসিস ক্লিওপেট্রা’, ‘রায়মঙ্গল’, ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’। ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নাটকের গল্পে দেখা যাবে, বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। রাহমান চৌধুরীর লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। ১২ ফেব্রুয়ারি বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে নাটকটি।

১৬ ফেব্রুয়ারি সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’ নাটক দুটি। মৃগাঙ্ক ভট্টাচার্যের গল্প অবলম্বনে জীবন নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মোহাম্মদ বারীর নাট্যরূপে হুতাশ মরণ নাটকেরও নির্দেশনায় রয়েছেন তিনি। 
এ ছাড়া মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনে প্রদর্শিত হবে রায়মঙ্গল নাটকের তিনটি প্রদর্শনী। ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প রায়মঙ্গল। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

 নির্দেশক সাইফ সুমন বলেন, ‘অনুস্বর সার্বক্ষণিকই থিয়েটার করতে চায়, কিন্তু সুযোগ ও সামর্থ্য নেই আমাদের। তাই যখনই সুযোগ আসে, সেটাকে কাজে লাগাতে চাই আমরা। এ মাসে করছি চারটি নাটকের ৯টি প্রদর্শনী। আমরা অনুস্বরে স্টুডিও করেছি একটা, ৩৫ জন বসতে পারেন। অনুস্বর স্টুডিওতে আমরা প্রতি মাসেই শো করব এখন থেকে। পাশাপাশি জাতীয় নাট্যশালা এবং মহিলা সমিতি মিলনায়তনে তো করবই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত