Ajker Patrika

অবৈধ ড্রেজার ভেঙে দিল প্রশাসন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১: ১২
অবৈধ ড্রেজার ভেঙে দিল প্রশাসন

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বসানো মাটি উত্তোলনকারী দুটি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে ফেলেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকালে উপজেলার আশাপুর এলাকার কুস্তা মহাশ্মশান-সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে এ মেশিন ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালে ড্রেজার মালিককে না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান। 

ছাড়া বিকেলে মাস্ক না পড়ায় চারজনকে ও হেলমেট ব্যবহার না করে মোটরসাইকেল চালানোর অপরাধে কয়েকজনকে আর্থিক দণ্ডে দণ্ডিত করেন তিনি। 
সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই চলেছে। এ অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান অভিযান চালান বলে জানা যায়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোথায় কোথায় অবৈধ ভেকু ও ড্রেজিং মেশিন বসানো হয়েছে আমাদের এ তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত